গরমের দিনে বাইরে বেরোতে হলেই সবার আগে মাথায় আসে – ‘এই গরমে কী পরব?’ তবে, ঠিকঠাক ফ্যাশন ট্রিক্স জানা থাকলে এই গরমেও আপনি থাকতে পারেন কমফোর্টেবল অথচ স্টাইলিশ। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক-

১। হালকা, ঘাম শোষণকারী পোশাকের কিন্তু বিকল্প নেই। তাই সুতির কুর্তি, লিনেন শার্ট বা আরামদায়ক টপ, টি-শার্ট পরুন।
২। গাঢ় রঙ বেশি তাপ শোষণ করে। তাই বেছে নিন হালকা রঙের পোশাক। যেমন- সাদা, হলুদ, পেস্টেল বা ফ্লোরাল প্রিন্টের পোশাক।
৩। টাইট পোশাক নয়, একটু লুজ ফিটিংয়ের শার্ট, প্যান্ট, পালাজো, এ-লাইন ড্রেস বা কটন ট্রাউজার পরুন।

৪। রোদ থেকে বাঁচতে স্টাইলিশ সানগ্লাস, হালকা স্কার্ফ বা ক্যাপ ব্যবহার করুন।
৫। গরমে ক্যানভাস জুতো, লোফার বা খোলা স্যান্ডেল পরুন। যাতে পায়ে কোনও অস্বস্তি না হয়।
সঠিক পোশাকই কিন্তু গরমের অস্বস্তি দূর করতে পারে। তাই কমফোর্ট ও ফ্যাশনের মেলবন্ধন হোক আপনার প্রতিদিনের সঙ্গী।