ছোট্ট ঘরকেও যেমন গুছিয়ে-সাজিয়ে রাখা যায়, ঠিক তেমনই বড় ঘরকেও সাজালে বেশ ভালো লাগে। কিন্তু অন্দরসজ্জার জন্য যে সবসময় দামি দামি জিনিস কিনতে হবে, এমন কোনও মানে নেই। কম খরচেও মনের মতো করে সাজানো যায়।
রঙিন ওয়াল স্টিকার ব্যবহার করুন
বাড়ির বিশেষ অংশকে উজ্জ্বল ও রঙিন করে তুলতে ব্যবহার করতে পারেন ওয়াল স্টিকার দিয়ে। এই ধরনের স্টিকার আপনার ঘরে ঢোকার পথে এক আকর্ষণীয় লুক দেবে। এখন নানা রকম স্টিকার পাওয়া যায় অনলাইনেই। আর এই স্টিকারে দেওয়ালের কোনও ক্ষতি হয় না। বরং দেখতেও সুন্দর লাগে।
সিটিং স্টোরেজ ব্যবহার
বাড়ির একটা কর্নার বেছে নিয়ে ব্যবহার করুতে পারেন সিটিং স্টোরেজ। সেখানে একদিকে যেমন আরামে বসা যাবে অন্যদিকে বসার জায়গার নীচে বিভিন্ন জিনিস সযত্নে রাখতেও পারবেন। এছাড়াও এই আসবাব আপনার বাড়ি ঢোকার পথকে সম্পূর্ণ নতুন লুক দেবে। এমন কিছু রাখবেন যা আপনার ঘরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
দেওয়ালে একটি আয়না টাঙান
ঘরে ঢোকার পথে একটি আয়না রাখলে একসঙ্গে দুটো কাজ করবে। সৌন্দর্য বাড়ানোয় সঙ্গে আয়নাটি আলো প্রতিফলন করে এলাকাকে উজ্জ্বল করে তুলবে। পুরনো দিনের মোটিফওয়ালা কাঠের সুন্দর আয়না লাগাতে পারেন। আয়নাতে একটি ধারে পেন্টও করতে পারেন। এখন ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও বাহারি আয়না পাওয়া যায়। সেগুলোরও খোঁজ করতে পারেন।
সতেজতার ছোঁয়া দিতে গাছ রাখুন
গাছ শুধুমাত্র জায়গাটিকে রঙিন করে তোলে না। একই সঙ্গে বাইরের সতেজতা ঘরের মধ্যে নিয়ে আসে। তাই ঘরে ঢোকার পথে গাছ রাখলে আপনি অতিথিদের কাছ থেকে প্রশংসা পাবেনই। সেই সঙ্গে যে কোনও গাছ ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে দেয়। বাহারি পাতাবাহার রাখতে পারেন। যত্নও কম করতে হয় এদিকে দেখতেও সুন্দর লাগে। কিংবা বসাতে পারেন হোয়াইট লিলিও।