বিয়ে মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু বর এবং কনে। যদিও সাজগোজের ক্ষেত্রে বরের তুলনায় অনেক এগিয়ে থাকে কনেরাই। তাই হবু কনেরা বিয়ের দিন কিংবা বৌভাতের দিন শাড়ির সঙ্গে কী ধরনের ব্লাউজ পরবেন তা নিয়ে বেশ চিন্তায় থাকেন। সেইরকমই ব্লাঊসের কয়েকটা ডিজাইন আপনাদের জন্য-
ফুল হাতা ব্লাউস
শীতের সময়ে যদি বিয়ের দিন ঠিক হয়, তা হলে একটা লম্বা হাতা ব্লাউজ তৈরি করাতেই পারেন। এতে ঠান্ডা থেকেও বাঁচবেন সঙ্গে নিজের একটা অন্যরকম লুকও ফুটে উঠবে। এই ধরনের ব্লাউজের গলা একটু ডিপ হলে দেখতে বেশি সুন্দর লাগে। তবে, এই ধরনের ব্লাউজ পরলে কখনই হাতে খুব বেশি চুরি কিংবা অন্যান্য জিনিস রাখবেন না।
কুচি হাতা ব্লাউজ
মাঝে মধ্যে ফ্যাশন ট্রেন্ডের বাইরে গিয়েও আপনি চাইলে পুরনো দিনের খুব প্রচলিত একটা ব্লাউজের ডিজাইন কুচি হাতা বেছে নিতেই পারেন। সে ক্ষেত্রে আপনাকে দেখতে লাগবে একেবারেই অনন্যা। এখন বাজারে যদিও বিভিন্ন ধরনের কুচি হাতা ব্লাউজ দেখতে পাওয়া যায়। তা ছাড়াও বিয়েতে আটপৌড়ে শাড়ির সঙ্গে, এমন একটা ঘটিহাতা ব্লাউজ পড়া যেতেই পারে।
লিফ স্টাইল ব্লাউজ
আপনার শাড়ি যদি একটু হাল্কা কাজের হয়, তাহলে আপনি লিফ স্টাইল ট্রাই করে দেখতে পারেন। অর্থাৎ ব্লাউজের পিঠের আকার হবে পাতার মতো। পিছনেই থাকবে হুক। আর এই ধরনের ব্লাউজের ক্ষেত্রে গ্লাস হাতা, অর্থাৎ হাতের কনুই অবধি ব্লাউজের হাতা রাখাই শ্রেয়।