Spread the love

অ্যালোভেরার ম্যাজিকের কথা কে না জানে। রূপচর্চার ক্ষেত্রে অ্যালোভেরা ভীষণ কার্যকরী। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই চুলে পুষ্টি জুগিয়ে চুল করে তোলে ঘন, লম্বা ও ঝলমলে। তবে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, তফাতটা নিজেই বুঝতে পারবেন।

১. অ্যালোভেরা + ক্যাস্টর অয়েল

    ক্যাস্টর অয়েল এমনি চুলের গোড়ায় লাগালেও চুল ঘন হয়ে ওঠে। আর তার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে সমস্ত চুলে ভালোভাবে মেখে শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা রাখুন। তারপর ভালো করে শ্যাম্পু করে নিন।

    ২. অ্যালোভেরা + পেঁয়াজ

      চুল পড়া প্রতিরোধ করে এবং নতুন করে চুল গজাতেও সাহায্য করে অ্যালোভেরা আর পেঁয়াজ। পেঁয়াজের রস আর অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্যাল্পে খুব ভালো করে ঘষে ঘষে মিশ্রণটি লাগান। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন।

      ৩. অ্যালোভেরা + গ্রিন টি

        গ্রিনটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস আছে, যেগুলি স্ক্যাল্পের ক্ষতি হওয়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ১/২ কাপ গ্রিন টি আর ১/২ কাপ টাটকা অ্যালোভেরা জেল ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি খুব ভালোভাবে মালিশ করুন যাতে সমস্ত চুলে পুরোপুরি লেগে যায়। মিনিট দশেক রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন।

        ৪. অ্যালোভেরা + আমলকি

        আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিড্যান্টস রয়েছে যা চুল মজবুত আর কোমল করে, চুল ওঠাও কমিয়ে দেয়। ১ টেবিলচামচ থেঁতো করা আমলকি এবং অ্যালো ভেরা জেল নিয়ে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মাথায় আর চুলে ভালোভাবে মেখে শাওয়ার ক্যাপ পরে ফেলুন। আধঘণ্টা রেখে জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

        প্রতি সপ্তাহে তিন-চারবার করতে পারলে নিজেই উপকারিতা বুঝতে পারবেন। আর দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। তবে টাটকা জেল হলে বেশি ভাল হয়।

        About Author
        Adwitiya Magazine
        View All Articles
        Check latest article from this author !
        নিউ ইয়ার পার্টি লুক
        ফুলকপি ঘি রোস্ট
        ফুলকপির যত গুণ

        Related Posts