চ্যাম্পিয়ন ট্রফি জিতে আইসিসি-র প্রাইজমানিতে ইতিমধ্যে পকেট ভরেছে রোহিত-কোহলী সহ ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের। আজ অর্থাৎ বৃহস্পতিবার এক বিবৃতিতে BCCI এর পক্ষ থেকে নগদ ৫৮ কোটি টাকা পুরষ্কার ঘোষণার পর স্পষ্ট হয়ে গেলো ট্রফি জিতে এবার উপরি বোনাস পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। এই বড়ো অংকের টাকা ভাগ করে দেওয়া হবে ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে।

এবার এক ঝলকে দেখে নিন কার ভাগে কত টাকা পড়লো
- বিনা ম্যাচেই অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর ও ঋষভ পন্থ, রোহিত শর্মাদের সমান টাকা পুরষ্কার হিসেবে পাবে।
- চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের ১৫ সদস্যের স্কোয়াডের প্রত্যেকেই পুরষ্কার হিসেবে ৩ কোটি টাকা করে পাবেন।
- ভারতীয় দোলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর পাবে ৩ কোটি টাকা।
- সহকারি কোচিং স্টাফ হিসেবে অভিষেক নায়ার, রায়ান টেন ডোশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ও ফিল্ডিং কোচ টি.দিলীপ এরা সকলে ৫০ লক্ষ টাকা করে পাবেন।
- সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছে ফিজিওথেরাপিস্ট, টিমের ডাক্তার, থ্রোডাউন বিশেষজ্ঞ, ম্যাসাজার, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ, প্রত্যেকে ৫০ লক্ষ টাকা করে পাবেন।
- জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর পাবেন ৩০ লক্ষ টাকা ও কমিটির বাকি নির্বাচক সদস্যরা পাবেন ২৫ লক্ষ টাকা।
- টুর্নামেন্ট চলাকালীন টিমের সঙ্গে যুক্ত বিসিসিআই আধিকারিকরাও পাবে ২৫ লক্ষ টাকা।