৮ই এপ্রিল, যখন ভক্তরা অল্লু অর্জুনের ৪৩ তম জন্মদিন উদযাপন করতে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়, ঠিক তখনই প্রকাশ পেল এক বিস্ফোরক ঘোষণা –সান পিকচার্স প্রযোজিত একটি নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন অল্লু অর্জুন ও ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি।

৪ বছর পর ‘পুষ্পা’ ভেঞ্চার ছেড়ে ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যাবে অল্লু অর্জুন কে।
প্রোডাকশন হাউজ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অফিসিয়ালি ঘোষণা করে এই বিগ বাজেট প্রজেক্টের –যার অস্থায়ী নাম ‘AA22xA6’। ইউটিউবে স্পেশাল অ্যানাউন্সমেন্টের ভিডিয়ো আসা মাত্রই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ার সংখ্যা৷ অ্যাটলির সঙ্গে কেরিয়ারের ২২ তম ছবি করতে চলেছেন অল্লু ৷ অন্যদিকে, পরিচালক হিসাবে অ্যাটলির এটি ৬ নম্বর ছবি হতে চলেছে।

ঘোষণাপত্রে জানতে পারছি, অ্যাটলি, অল্লু ও প্রযোজক কালানিধি মারান একসাথে বসে ছবিটির পরিকল্পনা চূড়ান্ত করছেন। তারপরেই এই তারকা জুটি পাড়ি দেয় লস অ্যাঞ্জেলেসের লোলা ভিএফএক্স অফিসে। লস অ্যাঞ্জেলসের স্পেকটাকুলার মোশন, ফ্র্যাকচারড এফএক্স, আইএলএম টেকনোপ্রপস, আইরন হেড স্টুডিয়োতে যান আল্লু-অ্যাটলি৷ এরপর দেখা করেন আইরন হেড স্টুডিয়োর সিইও জোশ ফার্নান্ডেজের সঙ্গে৷ ভিএফএক্স-এর সুপারভাইজার, জেমস ম্যাডিগান বলেন, ‘আমি এই ছবির চিত্রনাট্য পড়েছি ৷ আমি একটা কথা বলব, এই চিত্রনাট্য আমার মাথা ঘুরিয়ে দিয়েছে।’ স্পেকট্রাল মোশনের আর্টিস্টিক ডিরেক্টর মাইক বলেন, ‘এই ধরনের চিত্রনাট্য আমি কখনও পড়িনি ৷ এটা সেরার সেরা হবে যেটা আমি তৈরি করব এই ছবির জন্য।’ আসলে চিত্রনাট্য শুনে একবাক্যে সকলে স্বীকার করেছেন, সিনেমা জগতে এই ধরনের ভিশন আগে কেউ দেখেনি ৷ তাই এই প্যান ইন্ডিয়া ছবিকে বলা হচ্ছে ‘A Landmark Cinematic Event’। ঘোষণাতেই বোঝা যাচ্ছে এই প্রজেক্ট নিছক সিনেমা নয়, এটি হতে চলেছে এক বিশাল ভিশন, যেখানে ভারতীয় আবেগের সঙ্গে মিশবে সায়েন্স ফিকশনের চমক।

বাজেট? প্রায় ৫০০ কোটি টাকা! ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে এটি। ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এর কামব্যাক হতে পারতো এই সিনেমার মধ্যে দিয়ে, কিন্তু তার বদলে ‘উ আন্টা বা’ গার্ল সামান্থা কে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যেতে পারে। শুটিং শুরু হবে ২০২৫ এর শেষ দিকে।

ভক্তদের জন্য এ যেন জন্মদিনের এক পরিপূর্ণ উপহার –ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চলেছে এই ‘অল্লু X অ্যাটলী’ জুটি।