Spread the love

এই গরমের মরশুমে এসি ছাড়া থাকা দায়। কিন্তু সবার পক্ষে এসি কেনা সম্ভব হয় না, আর তার একমাত্র কারণ বাজেট, এই সময়ে এসির দাম শুনলে পকেটে ছেঁকা লাগার উপক্রম। তাই এবারে ৪০-৫০ হাজারের ধাক্কায় পকেট গরম না করেই, গরম থেকে রেহাই পেতে অল্প কিছু খরচে বানিয়ে ফেলুন পরিবেশ বান্ধব এই এসি।

উপকরণঃ 

  • একটা বড় মাটির কলসি বা হাঁড়ি  
  • ইলেকট্রিক পাখা
  • কিছু বরফের টুকরো
  • ঘরের তাপমাত্রা পর্যবেক্ষণ করতে থার্মোমিটার ব্যবহার করুন

কীভাবে বানাবেনঃ

  • প্রথমে মাটির কলসিতে ছোটো ছোটো ছিদ্র তৈরি করে নিন
  • এরপর পাত্রের ভিতরে হাইস্পিডের পাখা বসিয়ে দিন
  • এবার এই মাটির কলসিতে আপনাকে কিছু ইলেকট্রিকের কাজ করে নিতে হবে।
  • আপনি নিজের হাতে অথবা একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে কলসির উপরের অংশে একটা সুইচ বসিয়ে নিতে পারেন, যার দ্বারা আপনি ফ্যানটি চালাতে পারবেন
  • এবার কলসির মধ্যে বেশ কিছুটা বরফ রেখে দিতে হবে
  • এবার ফ্যানটি চালালে ঘরের গরম হাওয়া টেনে নিয়ে বরফের মাধ্যমে ঠাণ্ডা করবে
  • এবং সেই ঠাণ্ডা হাওয়া ওই ছিদ্রের মাধ্যমে বেড়িয়ে ঘরকে ঠাণ্ডা রাখবে
  • সব শেষে থার্মোমিটার দিয়ে মেপে যাচাই করে নিন কলসি দিয়ে তৈরি এসি দ্বারা ঘর কতটা ঠাণ্ডা হয়েছে

ঠিক এই ভাবে ঘরে বসে কম পুঁজিতে বানিয়ে ফেলতে পারবেন মাটির কলসিতে এয়ার কন্ডিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts