সম্প্রতি গত ৫ই এপ্রিল দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ২৯ বছর বয়সে পা রাখলেন। আর সেই জন্মদিন উপলক্ষ্যে ওমান পাড়ি দিয়েছে অভিনেত্রী।

ওই দিনেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটা ছবি পোস্ট করে রশ্মিকা, পরনে ব্ল্যাক ট্যাংক টপ, বিচের ধারে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে অস্তগামী সূর্যের দিকে, আবার কখনও সুইমিং পুলের খাবারে ব্যস্ত তিনি। তখন থেকেই তার অনুরাগীদের মধ্যে ভিতরে ভিতরে জল্পনার বীজবপন হয়, জন্মদিন উদযাপনে কার সঙ্গে অভিনেত্রী? তার পরদিনই বিজয় দেবেরাকোন্ডার প্রোফাইল থেকে শেয়ার হয় পোস্ট, পরনে ঢিলে ঢালা অফ-হোয়াইট পোশাকে বিচে ঘোড়া চালাতে দেখা গেছে তাকে। আর পিছনে নীল জল, ব্যাকগ্রাউণ্ড হবহু মিলে যাচ্ছে রশ্মিকার সঙ্গে। আর সেই থেকেই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে নেটিজেনরা।

তবে কি ওমানে একান্তে সময় কাটাচ্ছে তারা? এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় আলোড়নের সৃষ্টি করেছে। এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেডের মতো হিট ছবিতে জুটি বাঁধতে দেখা গেছিলো তাদের। আর সেই থেকে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু কেউই এ বিষয়ে মুখ খোলেনি।
তবে এই মুহূর্তে বিজয় এবং রশ্মিকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবি, তাদের সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি বর্তমানে তারা একইসঙ্গে সময় কাটাচ্ছে ওমানের সমুদ্রতটে। তবে এবার দেখার, ২০২৩ থেকে বহু চর্চিত এই দুই জুটি কবে বসছে বিয়ের পিঁড়িতে!