গরমকাল এলেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, মেকআপ কীভাবে ঠিকঠাক রাখা যায়। সকালে যত যত্ন নিয়েই মেকআপ করুন না কেন, দুপুর গড়াতে না গড়াতেই স্কিন তেলতেলে হয়ে যায়, ফাউন্ডেশন গলতে থাকে, আর লুকটাই নষ্ট হয়ে যায়। তবে সঠিক ও স্মার্ট মেকআপ টিপস অনুসরণ করলে সারাদিন আপনার লুক থাকবে নিখুঁত। রইল পাঁচটি টিপস…

১। মেকআপের আগে স্কিনের সঠিক যত্ন নেওয়া কিন্তু খুব জরুরি। কারণ ত্বক ভালোভাবে প্রস্তুত না থাকলে, মেকআপ বেশিক্ষণ টিকবে না। তাই অয়েল–কন্ট্রোল ফেসওয়াশ, অ্যালকোহল-ফ্রি টোনার ব্যবহার করুন। আর হালকা, ওয়াটার-বেসড ময়েশ্চরাইজার লাগান।
২। গরমে মেকআপ গলতে না দেওয়ার অন্যতম উপায় হল একটি ভালো ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করা। এতে স্কিনের তেল নিয়ন্ত্রণ করবে আর মেকআপ সারাদিন ধরে রাখতে সাহায্য করবে।

৩। সবসময় লাইটওয়েট বেস বেছে নিন। ভারী ফাউন্ডেশনের বদলে লিকুইড ম্যাট ফাউন্ডেশন বা বিবি/সিসি ক্রিম ব্যবহার করুন। পাতলা লেয়ারে ফাউন্ডেশন লাগান আর অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করুন।
৪। গরমে মুখের টি-জোন খুব তাড়াতাড়ি তেলতেলে হয়ে যায়, তাই মেকআপ দীর্ঘস্থায়ী রাখতে সেটিং পাউডার ব্যবহার কিন্তু মাস্ট।
৫। আই ও লিপ মেকআপ যাতে সহজেই গলে না যায়, তাই স্মাজ-প্রুফ ও ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করুন। ফিনিশিং টাচে কিন্তু সেটিং স্প্রে মাস্ট।

এক্সট্রা টিপস্-
- মেকআপ করার আগে বরফ দিয়ে ম্যাসাজ করলে স্কিন ঠাণ্ডা থাকবে আর মেকআপও দীর্ঘস্থায়ী হবে।
- অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে অয়েল ব্লটিং পেপার/ সিট্স ব্যবহার করুন। তাহলে গরমেও কিন্তু নিখুঁত থাকবে মেকআপ।