Spread the love

একসময় তাদের প্রেম ছিল সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু চার বছরের দাম্পত্য জীবনের পর আজ বিচ্ছেদের পথে হাঁটলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা।

বিগত এক বছরে তাদের একসঙ্গে দেখা যায়নি, যা গুঞ্জন বাড়িয়েছিল। অবশেষে আদালতের রায়ে সম্পর্কের ইতি টানলেন তারা। বিচ্ছেদের শর্ত অনুযায়ী, ধনশ্রীকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোষ দেবেন চাহাল। ইতিমধ্যে ২ লক্ষ ৩৭ কোটি টাকা ধনশ্রীকে দিয়েছেন চাহাল।

বিচ্ছেদের পর চাহাল লেখেন, “ঈশ্বর আমায় কতবার রক্ষা করেছেন, তা আমি গুণে শেষ করতে পারব না।’’ ধনশ্রীও পাল্টা লেখেন, “ঈশ্বরে বিশ্বাস রাখলে সব ঠিক হয়ে যায়।’’

Related Posts