Spread the love

প্রিয়জনকে উপহার দিতে আমরা অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে, সেটা ভেবে বের করতে কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে নানা ধরণের গিফট বক্স পাওয়া যায়। তবে সেগুলো কিনতে বাড়তি টাকা গুনতে হয়। তাই বাড়িতেই মাত্র কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে নিন গিফট বক্স।

যা যা লাগবে-

  • টিস্যু রোল/টেপ রোল
  • কার্ড বোর্ড
  • আঠা, যেকোনও ফেব্রিক গ্লু
  • ডেকোরেশন এর জন্য স্টিকার বা ফুল
  • ডিজাইন পেপার
  • কাঁচি

বানানোর পদ্ধতি

  • প্রথমে একটি টিস্যু রোল/টেপ রোল নিয়ে তার মাপে গোল করে কার্ড বোর্ড কেটে নিতে হবে।
  • এরপর ডিজাইন পেপারে আঠা দিয়ে কার্ড বোর্ড বসিয়ে নিতে হবে।
  • এরপর ডিজাইন পেপারটা টিস্যু রোল/টেপ রোল-এর থেকে ১ ইঞ্চি বেশি রেখে গোল করে কেটে চারপাশে কাঁচি দিয়ে কেটে নিতে হবে যেন ডিজাইন পেপারটা লাগানো যায় কার্ড বোর্ডের চারপাশে।
  • এরপর গ্লু দিয়ে বাড়তি কাটা চারপাশ কার্ড বোর্ডের সঙ্গে লাগিয়ে নিতে হবে।
  • তারপর টিস্যু রোল/টেপ রোল এর চারপাশে আঠার সাহায্যে ডিজাইন পেপার লাগিয়ে গোল কার্ড বোর্ডটা লাগিয়ে নিতে হবে।
  • একইভাবে টিস্যু রোল/টেপ রোল ছোট করে কেটে উপরের ঢাকনা বানিয়ে নিতে হবে।
  • এবার কালারফুল রিবন, লেইস, ফুল বা স্টিকার দিয়ে ডিজাইন করে নিলেই হয়ে গেল সুন্দর আকর্ষণীয় গিফট বক্স। এভাবে নিজের মনের মতন সাজিয়ে নিন।

Related Posts