দোলনা (Swing) চড়তে ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দোলনা দেখলে ছোট থেকে বড় যে কেউই একটু বসতে চায়। কারণ মুহূর্তের মধ্যেই মনটা নির্ভার হয়ে যায়। আর সেই দোলনা যদি থাকে নিজের বাড়ির বারান্দায় (Balcony Decoration With Swing) তাহলে তো সোনায় সোহাগা। একটু ফাঁকা সময় হাতে পেলে বাড়ি থেকে না বেরিয়েও খোলা হাওয়ার সন্ধান দিতে পারে একমাত্র এই বারান্দা (Balcony)। তাই বারান্দা আর দোলনার যুগলবন্দিতে একটুকরো অবকাশও যে বিশেষ হয়ে উঠবে সে নিয়ে কোনও দ্বিমত নেই। দেখে নেওয়া যাক কেমন করে দোলনা দিয়ে সেজে উঠতে পারে একচিলতে বারান্দা (Balcony Decoration With Swing)।
যদি পুবমুখী বারান্দা হয়, এককাপ করে চা নিয়ে সঙ্গীর সঙ্গে দোলনায় বসে দেখুন সূর্যোদয়। এক্ষেত্রে দোলনাটি অন্তত দুজন বসার উপযোগী হতে হবে। কাঠ বা বেতের তৈরি এই ধরনের দোলনাগুলি স্ট্যান্ড থেকেও ঝোলানো থাকতে পারে, আবার শিকল বা মোটা দড়ির সাহায্যে সিলিং থেকেও ঝোলানো থাকতে পারে। দোলনায় পেতে নিতে হবে আরামদায়ক হাল্কা গদি আর রাখা যেতে পারে দু-চারটে মানানসই কুশন। কেউ যদি চান ছিমছাম কাঠের দোলনা, গদি ছাড়া, তাও কিন্তু বেশ সুন্দর। আবার ম্যাক্রমের তৈরি গোল ধরনের মোটা গদি দেওয়া দোলনা দেখতে বেশ জমকালো আর আরামদায়কও।
অনেকে আবার বারান্দায় বসে নিজের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন। দিনের শেষে কাজ থেকে ফিরে খুব আস্তে গজল চালিয়ে যদি একা একটু বসা যায় ঘরের লাগোয়া দক্ষিণ খোলা বারান্দাটায়, জীবনের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে গিয়ে মনটাকে অন্য এক মার্গে নিয়ে চলে যায়। এক্ষেত্রে দোলনাটি হবে একজন বসার উপযুক্ত ও আরামদায়ক। পাটের দড়িতে বোনা সিলিং থেকে ঝোলানো দোলনা যেমন বাছতে পারেন তেমনই বেত কিম্বা রট আয়রনের স্ট্যান্ড থেকে ঝোলানো দোলনাও এক্ষেত্রে ভাল অপশন। সঙ্গে অবশ্যই রাখতে হবে গদি আর কুশনের ব্যবস্থা।
যদি বারান্দাতে একটু বেশি জায়গা থাকে আর বসার থেকে শুয়ে অবকাশ যাপন কারও বেশি পছন্দের হয় তবে টাঙিয়ে নিতে পারেন হ্যামক। দড়ি বা কাপড়ের তৈরি এই দোলনাগুলি বেশ মজবুত হয়। সুর্যালোকে এখানে শুয়ে ভিটামিন-ডি সেবন করাটা কিন্তু বেশ আকর্ষণীয় একটা ব্যাপার।
আর বাড়িতে যদি থাকে কোনও ছোট্ট সোনা, তবে তার জন্যও বারান্দায় লাগাতে পারেন একটা সুন্দর দোলনা। তবে সেক্ষেত্রে নজর দিতে হবে সেফটির দিকে। সে দোলনায় বসলে বা শুলে যেন ভাল করে আটকানো থাকে। আর বারান্দার রেলিং যেন যথেষ্ট উঁচু হয়।
তাহলে আর ভাবনা নেই, নিজের পছন্দমতো বারান্দায় লাগিয়ে ফেলুন একটা সুন্দর দোলনা আর মনের মতো করে উপভোগ করুন অবসর।