Spread the love

জানেন কি কেবল আলোর রঙ বদলেই আপনার ঘর হয়ে উঠতে পারে আরও সুন্দর? সাদা আলোর টিউবলাইট নয়, বসার ঘরে এবং বেডরুমে লাগান হলুদ আলো। ওয়ার্ম হলুদ আলোর ওয়াল ল্যাম্প বা টেবিল ল্যাম্প ব্যবহার করুন। শুধু একটা ঘরই নয়, সব ঘরকেই রাখুন ছিমছাম।

অতিরিক্ত যে কোনও আসবাব বাদ দিন। মশারি বা এক্সট্রা বালিশ সামনে ছড়িয়ে রাখবেন না। জামা কাপড় অন্য ঘরে রাখুন। চেষ্টা করুন এক রঙের প্যাস্টেল শেডের বেড কভার, পিলো কভার এবং পর্দা ব্যবহার করতে।

বেডরুম এবং ড্রয়িং রুমে রাখুন ২-৩টে ছিমছাম ফটো ফ্রেম, তাতে হাতে আঁকা ছবি ঝোলান। যদি এরকম ছবি পছন্দ না হয় তাহলে লাগাতে পারেন ড্রিম ক্যাচারের মতো বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং।

শুধু ব্যালকনিতেই নয়, ঘরেও ২-১টি করে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। ড্রয়িং রুমে রাখতে পারেন স্নেক প্ল্যান্ট, ম্যাজেস্টি পাম বা রাবার গাছ। ওয়ার্ক স্পেসে ছোট সাকুলেন্ট জাতীয় গাছ ভালো লাগবে। বেডরুমে রাখুন গোল্ডেন প্যাথোস, কয়েন প্ল্যান্টের মতো ছোট গাছ।

কম্পিউটার টিভি বা এ ধরণের গ্যাজেটের তার এমনভাবে গুছিয়ে সরিয়ে রাখুন যাতে চোখের সামনে না থাকে। পেন, পেন্সিল, কাঁচি এ ধরণের ছোট-খাট জিনিসগুলো গুছিয়ে একটা রঙিন পেন স্ট্যান্ডে রাখলে সুন্দর দেখাবে।

About Author
Adwitiya Magazie
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts