জুতো যতই দামি হোক না কেন, তার স্থান সেই পায়ের নিচেই। তবুও, আমাদের পায়ের সুরক্ষার জন্য তাকে যখন রাস্তার নোংরার সংস্পর্শে আসতেই হয়, তখন আমাদেরও উচিৎ তাকে যত্ন করা। আর বর্ষাকালে তো মাস্ট। কারণ ভেজা বা আর্দ্র অবস্থা, জুতোর অনেক ক্ষতি করে। চলুন, আজ জুতোর যত্নে কিছু টুকিটাকি জেনে নিই-
- বর্ষা শুরু হওয়ার আগে রাবার, কৃত্রিম চামড়া ইত্যাদি জল-প্রতিরোধী উপকরণ দিয়ে তৈরি জুতো বেছে নিন। এই উপকরণগুলি জল দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম এবং পরিষ্কার করাও সহজ।
- জুতো বা চটি ভিজে থাকলে অনেকসময় পা স্লিপ করে যায়। জুতোয় তলায় দু’টুকরো স্টিকিং প্লাস্টার লাগিয়ে নিন। পা পিছলে যাবে না।
- আপনার জুতো ভিজে গেলে, যত তাড়াতাড়ি সম্ভব একটি পরিষ্কার কাপড় দিয়ে অতিরিক্ত জল মুছে ফেলুন। দাগ এড়াতে সদ্য ছাড়ানো কলার খোসা জুতোর উপর ঘষে দিন এবং তারপর পালিশ করে নিন।
- ভেজা অবস্থায় জুতো পরার আগে, জুতোয় একটি ভালো মানের ওয়াটারপ্রুফ স্প্রে বা মোম লাগান। এটি জল ও দাগের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করবে।
- জুতো শুকানোর পর পালিশ করার সময় ব্রাশটি জ্বলন্ত বাল্ব বা হিটারের সামনে রেখে একটু গরম করে নিন। দেখবেন আলাদাই চমক আসবে।
- জুতো ভিজে গেলে আর্দ্রতা শোষণের জন্য নিউজপেপারের সাহায্যে স্টাফ করুন। রেডিয়েটার বা হেয়ার ড্রায়ারের মতো সরাসরি উত্তাপ দিয়ে শুকালে জুতোর চামড়া ফেটে যেতে পারে। প্রাকৃতিকভাবে শুকালে সবচেয়ে ভালো হয়।
- নিয়মিত জুতো পরিষ্কার করুন। জুতো থেকে ময়লা এবং কাদা অপসারণ করতে নরম ব্রাশ ও স্যাঁতস্যাঁতে কাপড় ব্যবহার করুন।
- যে জুতোগুলো এই মুহূর্তে ব্যবহার করছেন না, সেগুলো সরাসরি সূর্যালোকে না রেখে ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন। খেয়াল রাখবেন, যে বাক্সে বা ব্যাগে রাখছেন সেটা ব্রেথেবেল কিনা।
- বর্ষাকালে চেষ্টা করুন এক জোড়ার বেশি জুতো স্টকে রাখতে। যাতে এক জোড়া সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে তারপরেই যেন পরতে পারেন।
- বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। যদি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, সেই বুঝে জুতো নির্বাচন করুন।
এই সহজ এবং কার্যকর টিপসগুলি অনুসরণ করলে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে, আপনার জুতোগুলি কেবল বর্ষাকালে বেঁচেই থাকবে না, বরং নতুনের মতো দেখাবে। আবহাওয়ার পরিস্থিতি যাই হোক না কেন, জুতোর সঠিক যত্ন এবং রক্ষণাবেক্ষণ করলে আপনার পা শুষ্ক ও আরামদায়ক থাকবে। তাই, আকাশ মেঘলা হলেও আত্মবিশ্বাসের সঙ্গে বেরিয়ে পড়ুন।