Spread the love

সমগ্র বিশ্বের এত কাহিনি, ইতিহাস, গল্প, অনুভূতি নিজের মধ্যে ধরে রাখে যে বইয়ের তাক, তাকে নিয়ে তো চিন্তা-ভাবনা করতেই হবে। আগে পড়ার ঘরের টেবিলে সাজানো থাকত বই। সময়ের সঙ্গে সঙ্গে টেবিল থেকে বই উঠল কোনও এক দেওয়ালের তাকে। ক্রমে বইয়ের বিরাট আলমারিতে। তবে এখন, মানুষের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া। প্রায় প্রতিটি শিক্ষিত পরিবারেই বই রাখার একটি আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। কখনো বৈঠকখানার দেয়ালজুড়ে, কিংবা কখনো শোয়ার ঘরের একটি কোনায় দেখা দেয় সারি সারি বই।

  • বিভিন্ন ঘরে বইয়ের তাক

বই পড়তে পছন্দ করেন, এমন মানুষদের অবসর যাপনের প্রিয় বন্ধু তাদের বইগুলো। লিভিংরুমে সাধারণত খোলা বইয়ের তাক ব্যবহার করারই প্রচলন বেশি। ওয়াল হ্যাঙ্গিং বইয়ের তাক এক্ষেত্রে যথোপযোগী। ট্রেন্ডি ডিজ়াইনের ওয়াল-শেল্ফ আপনার লিভিংরুমকে স্টাইলিশ করে তুলবে। ঘুমনোর আগে একটু আয়েশ করে যাদের বই পড়ার অভ্যাস, তারা ছোট ছোট কতগুলো বর্গাকার বা বৃত্তাকার তাক বসিয়ে দিতে পারেন বিছানার উপরের দেওয়ালে। বাড়ির শিশুটির ঘরে লেখাপড়ার জন্য বইয়ের তাক রাখা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। শিশুদের বয়স এবং পছন্দ বুঝেই বেছে নিতে হবে বইয়ের তাক। তবে বইয়ের তাক যেখানেই রাখুন না কেন, পর্যাপ্ত আলো-বাতাস কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়।

  • ·       রং মেলাতে হবে

ডিজ়াইন বাছার পাশাপাশি রঙের ব্যাপারটা মাথায় রাখা প্রয়োজন। ঘরের দেওয়ালের রং যদি হালকা রঙের হয়, সেক্ষেত্রে বইয়ের তাক গাঢ় রঙের হলে দেখতে ভাল লাগে। আবার ঘরের দেওয়ালে যদি অন্য কোনও রং ব্যবহার করা হয়, তাহলে বইয়ের তাকে সাদা বা হালকা রঙের প্রলেপ ভাল দেখায়।

  • ·       স্টোরেজ

বইয়ের তাক পছন্দ করার সময় স্টোরেজের সুবিধা ও কার্যকারিতার ব্যাপারটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসবাবকে ঘরের স্পেসের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করতে পারলে অন্দরমহল আরও সুন্দর দেখাবে। বুককেসের একটা তাকে রাখতে পারেন বই, একদম নিচের তাকে থাক পুরনো ম্যাগাজ়িন, খবরের কাগজ। ছোট গাছের টব, ফটো ফ্রেম ইত্যাদিকে স্থান দিতে পারেন উপরে।

  • ·       কর্নার বুককেস

ঘরের কর্নার স্পেস নিয়ে করা যায় অপূর্ব সব এক্সপেরিমেন্ট। চার থেকে পাঁচ তাকের বুককেস সাজিয়ে তুলুন নিজের পছন্দমতো বই দিয়ে। ঘরে স্পেস কম থাকলে এটা বেস্ট অপশন হবে আর ঘরের কর্নার স্পেসও সুন্দরভাবে ব্যবহৃত হয়। আধুনিক গৃহসজ্জায় নতুনত্ব আনতে গাছের আকৃতির বুকশেল্ফও কিন্তু দেখতে পারেন। মেঝে থেকে ছাদ পর্যন্ত ছয় বা সাত তাকের এই বুকশেল্ফকে বসার ঘরের এক কোণায় সেট করতে পারেন।

  • ·       ফ্রি-স্ট্যান্ডিং বুকশেল্ফ

এই ধরনের বুকশেল্ফ দেওয়ালে ফিট করিয়ে দিতে পারেন। লম্বালম্বি ও আড়াআড়ি, দুই ভাবেই এই ধরনের বুকশেল্ফে বই রাখতে পারবেন। আপনার অন্দরকে এলিগ্যান্ট লুকও দেবে।

  • ·       ভিনটেজ বুককেস

ডাইনিং স্পেস হোক বা বেডরুম, যেখানে রাখবেন, সেখানেই একটা রাজকীয় ছোঁয়া আনবে ভিনটেজ বা ক্লাসিক বুকশেল্ফ।ভিন্টেজ লুকের জন্য আর্চ শেপের বুকশেল্ফও কিন্তু খুব ভাল লাগে। দেওয়ালেই তাক করা থাকে। সেখানেই কাঠ ও কাঁচের পাল্লা লাগিয়ে তৈরি হয়ে যায় বইয়ের তাক। 

অতএব, বুকশেল্ফের যথাযথ প্লেসমেন্টে অন্দর হয়ে উঠবে বই পড়ুয়ার মনের মতো, স্বাচ্ছন্দ্যপূর্ণ আর সুন্দর।

Related Posts