আজকের দিনে পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের বিকল্প খোঁজা খুব জরুরি। প্রতিদিন বাজারে গিয়ে আমরা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করি, যা একদিকে যেমন দূষণ বাড়ায়, তেমনি পরিবেশের জন্যও দীর্ঘমেয়াদে ক্ষতিকর। এই সমস্যা সমাধানে পুরোনো টি-শার্ট ব্যবহার করে সহজেই একটি বাজারের ব্যাগ তৈরি করা যায় – যা সুন্দর, টেকসই ও পরিবেশবান্ধব। চলুন দেখে নিই তৈরির পদ্ধতি…

প্রয়োজনীয় উপকরণঃ
- একটি পুরোনো টি-শার্ট
- কাঁচি
- সুঁচ আর সুতো
কীভাবে বানাবেন?

১। একটি পুরানো কটন টি-শার্ট নিন আর দুটি হাতা সমানভাবে কেটে ফেলুন।
২। গলার অংশটি গোল করে কেটে নিন – এটি হবে ব্যাগের মুখ।

৩। এবার টি-শার্টটি উল্টে দিএ নিচের দিকটি শক্ত করে সোজা ভাবে সেলাই করে নিন। সেলাই না জানলে নিচের অংশটা কেটে ফিতে বানিয়ে গিট দিয়েও বাঁধতে পারেন।
৪। সব শেষে ব্যাগটি সোজা করে নিন। চাইলে নিজের মতো করে রঙ, পেইন্ট বা আলপনা দিয়ে সাজিইয়ে নিতে পারেন।
এই ব্যাগটি বারবার ব্যবহারযোগ্য, ধোয়া যায় আর বহনেও আরামদায়ক।

এবার থেকে পুরোনো টি-শার্ট ফেলে না দিয়ে তাকে কাজে লাগিয়ে বাজারের ব্যাগ বানান, আর পরিবেশ রক্ষায় ছোট অথচ শক্তিশালী পদক্ষেপ নিন।