শীতকাল মানেই পিকনিক। হুল্লোড় করতে করতে যাওয়া। আড্ডা মেতে ওঠে চা-কফিতে। হাতে হাতে সবাই কাজ করা। গান-গল্প-রান্না। তারপর পাত পেড়ে খাওয়া। এরকম একটা দিন কাটাতে কোথায় যাবেন? জেনে নিন, কোলকাতার আশেপাশের এমনই ৬টি জায়গার হদিশ…
১। কল্যাণী পিকনিক গার্ডেন- কল্যাণী সীমান্ত স্টেশনের কাছেই এই সুন্দর গার্ডেন। প্রবেশমূল্য দিতে হবে। পিকনিক করতে চাইলে আগে থেকে কথা বলে নেবেন।
২। গাদিয়াড়া– কলকাতা থেকে ৮৫ কিমি দূরে হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট৷ ধর্মতলা থেকে বাসে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা৷ সব থেকে বড় কথা, হুগলি নদীর তীরে বসে চড়ুইভাতি করার সুযোগ৷ থাকার জন্য রয়েছে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের রূপনারায়ণ ট্যুরিস্ট লজ৷
৩। দুর্গাপুর ব্যারেজ– দামোদর নদের ধারে সবুজ গাছের ছায়াঘেরা এই জায়গাটি পিকনিকের পক্ষে আদর্শ৷ খুব কাছেই দুর্গাপুর ব্যারেজ, দামোদরের অন্য তীরে বাঁকুড়া জেলা, দুর্গাপুরে আছে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের হোটেল৷
৪। বাকসি– হাওড়ার বাগনান স্টেশন থেকে বাসে খানিকটা রাস্তা গেলেই বাকসি। বাগনান থেকে বাস আছে। নদীর ধারে পিকনিক করা যায়৷ তবে, আগে থেকে যোগাযোগ করে নিলে সমস্যা হবে না।
৫। গড় মান্দারণ– কামারপুকুর থেকে ঘাটাল যাওয়ার পথে আড়াই থেকে তিন কিলোমিটার গেলেই পেয়ে যাবেন গড় মান্দারণ৷ বিশাল এলাকা জুড়ে ঘন গাছের সারিতে ঢাকা এক মনোরম পিকনিক স্পট৷
৬। মাছরাঙ্গা দ্বীপ- বাঙালির অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট টাকি। টাকি থেকে আরও কিছু দূর গেলে রয়েছে মাছরাঙ্গা দ্বীপ। ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতি ও ভাসা নদীর ঠিক মাঝখানে চড়ুতভাতি করতে পারবেন মাছরাঙ্গা দ্বীপে। কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরত্বে এই মাছরাঙ্গা দ্বীপে মানুষের আনাগোনা কম।