সারা সপ্তাহ নানা কাজের চাপ কাটাতে আপনার বাহনটিকে নিয়ে দিন দুয়েক ঘুরে আসুন হেনরি আইল্যান্ড থেকে। নামটা শুনে বিদেশ মনে হলেও এটা কলকাতা থেকে মোটামুটি ১৩০ কিলোমিটারের মধ্যেই অবস্থিত।
সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ, পাখি এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। সমুদ্র, জঙ্গল, বিচ সবকিছু মিলে বেশ সুন্দর। মাঝিদের মাছ ধরা দেখা ও সমুদ্রের ধারে লাল কাঁকড়া বা নিত্যনতুন পাখির আনাগোনা অথবা সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা বা শুধু বিচ বরাবর হেঁটে যাওয়া সব ধরনের অভিজ্ঞতা মন ভাল করার মত। আর যদি অন্য রকম কিছু চান তার জন্য রয়েছে বোট রাইডিং এবং বন ফায়ারের ব্যবস্থা। টাটকা খেজুর গুড় ও সুন্দরবনের মধু উপরি পাওনা।
এছাড়া ফেরার পথে হেনরি দ্বীপ এবং বকখালির কাছাকাছি ফ্রেজারগঞ্জ উইন্ড পার্ক, জম্বু দ্বীপ এবং বিশাল লক্ষ্মী মন্দির ছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে যা আপনি ঘুরে দেখতে পারেন। যেমন মৌসুনি দ্বীপ বা সাগরদ্বীপ ইত্যাদি। ইচ্ছা করলেই ঘুরে দেখতে পারেন মৌসুনি দ্বীপ।
হেনরি আইল্যান্ড কীভাবে যাবেনঃ
নিজের বাইক নিয়ে আপনি চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন হেনরি আইল্যান্ড। আপনি জোকা টার্মিনাস থেকে ডায়মন্ড হারবার রোড হয়ে অথবা কাকদ্বীপ নামখানা রুট হয়েও হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে নদী পার হয়ে সোজা বকখালি হয়ে এখানে পৌঁছে যেতে পারবেন। হেনরি আইল্যান্ডের প্রবেশদ্বারে দশ টাকা করে প্রবেশমূল্য লাগে, যা কিনা বাইক বা গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য।
থাকবেন কোথায়ঃ
৭০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যেও হোটেল পেয়ে যাবেন।
- WBTDC Tourist Lodge
- হোটেল অমরাবতী
যাওয়ার সেরা সময়ঃ
বছরের যে কোনো সময় হেনরি দ্বীপ যাওয়া যায়। তবে গরমকাল বাদ দিয়ে গেলেই ভালো।