পয়লা বৈশাখ আর পয়লা বা ফার্স্ট জানুয়ারি দুই ক্ষেত্রেই বাঙালিদের উন্মাদনার শেষ নেই। এই দুটি দিনই বাঙালিদের কাছে ভীষণ আনন্দের একটা দিন। তবে ‘নববর্ষ’ ও ‘হ্যাপি নিউ ইয়ারের’ মধ্যে একটা পার্থক্য রয়েছে। আর এই পার্থক্য হল বাংলার সংস্কৃতি ও আবেগের সঙ্গে আধুনিকতার। চলুন, জেনে নিই…

উদযাপনের সময় –
- পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকা অনুযায়ী উদযাপন করা হয়।
- ১লা জানুয়ারি গ্রেগোরীয় ক্যালেন্ডার অনুসারে ইংরেজি নববর্ষ হিসেবে সারা বিশ্বে উদযাপিত হয়।
খাবার –
- পয়লা বৈশাখের দিন মানুষ বাঙালি খাবার খেতেই বেশি পছন্দ করে। কেউ কেউ বাড়িতে ভিন্ন স্বাদের নানারকম ঘরোয়া বাঙালি রান্না করে এবং স্বানন্দে ভুরিভোজ করে। কেউ আবার বাইরে ঘুরতে গিয়ে রেস্তোরাঁ থেকে বাঙালি থালি ভোজনের মাধ্যমে দিনটি উপভোগ করে।
- ১লা জানুয়ারি বেশিরভাগ মানুষজন ৩১শে ডিসেম্বর রাত বারোটার পর কেক কেটে, পার্টি করে উদযাপন করে। রেস্টুরেন্টে বসে চাইনিজ, কন্টিনেন্টাল ও আরও বিদেশি খাবার দাবার খাওয়ার প্রচলন দেখা যায়।

পোশাক –
- পয়লা বৈশাখে বাঙালিরা একটু ট্র্যাডিশনাল লুকে ধরা দিতেই পছন্দ করে।
- ১লা জানুয়ারিতে বাঙালিরা ওয়েস্টার্ন পোশাকে নিজেদের সাজিয়ে তোলে।
সাংস্কৃতিক পার্থক্য-
- অনেক জায়গায় পয়লা বৈশাখে নতুন বছরকে সাদরে গ্রহণ করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
- অন্যদিকে, ১লা জানুয়ারি ওয়েস্টার্ন রীতিকেই বেশি অনুসরণ করতে দেখা যায়। আকাশ বাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। চারিদিকে হ্যাপি নিউ ইয়ার কলরবে মেতে ওঠে সকলে।
- পয়লা বৈশাখ উপলক্ষ্যে সকলে নতুন জামাকাপড় পরে। অনেকে আবার বাড়িতেই ছুটির দিনটা পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসে।
- ১লা জানুয়ারিতে বেশিরভাগ মানুষ পিকনিক করতে যায়। এই দিনটা অনেকেই বাইরে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করে।

সব মিলিয়ে বলা যায়, পয়লা বৈশাখ আর ১লা জানুয়ারি দুটো দিন বাঙালিদের কাছে গুরুত্বপূর্ণ হলেও উদযাপনের ধারা ভিন্ন। তবে ১লা জানুয়ারি নিয়ে বাঙালির যে উন্মাদনা, তা কখনই পয়লা বৈশাখের ঐতিহ্য ও আবেগকে ছাপিয়ে যেতে পারবে না- এই নিয়ে কোনও দ্বিমত নেই।