আমরা প্রতিদিনই কিছু না কিছু করে নিজেদের ঘরকে গুছিয়ে রাখি, পাশাপাশি নিয়ম মেনে ঘরের কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তবে বেশিরভাগ সময়ে নজর এড়িয়ে যায় অন্দরসজ্জার জন্য রাখা গাছ গুলিকে। আর দিনের পর দিন ধুলো জমে সৌন্দর্য্য মলিন হয়ে পড়ে ইনডোর প্ল্যান্টের। তাই জেনে নিন হাতে সময় কম থাকলেও কীভাবে চটজলদি পরিষ্কার ঝকঝকে করে তুলবেন আপনার শখের গাছ গুলোকে…

- ঘরের ছোটো ছোটো গাছ যেমন মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, সাকুলেন্ট জাতীয় গাছ গুলি হেলিয়ে শুধুমাত্র পাতা গুলো জল দিয়ে ধুয়ে নিন। ও পাখা চালিয়ে শুকিয়ে নিন।
- এছাড়া পাতার ওপর হালকা জল স্প্রে করে, নরম কাপড় দিয়ে মুছে নিলে ঝটপট গাছ হয়ে উঠবে ঝকঝকে।
- পাতার কোণে লেগে থাকা ধুলো পরিষ্কার করতে পেইন্ট ব্রাশ বা টুথ ব্রাশ ব্যবহার করতে পারেন।
- গাছের পাতাকে চকচকে করে তুলতে দুধ ও জল মিশিয়ে পাতায় স্প্রে করে তুলো দিয়ে মুছে নিন।

- নন আলকোহলিক বেবি ওয়াইপস দিয়ে পাতাগুলো মুছে নিলে খুব সহজে পরিষ্কার করা যাবে এবং পাতার রঙও টাটকা দেখাবে।
- ছোটো ও পাতলা পাতার জন্য নরম ফোম ও স্পঞ্জ ব্যবহার করুন যাতে পাতার ক্ষতি না হয়।
- ছোটো, হ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন, এটি পাতার ধুলো টেনে নিতে বেশ কার্যকরী।
- এছাড়া ভ্যাকুয়াম ক্লিনারের বিকল্প হিসেবে ঠাণ্ডা হাওয়ায় হেয়ার ড্রায়ার চালিয়ে গাছের ধুলো ঝেড়ে নিতে পারেন।
- ২ কাপ জলে ১ টেবিল চামচ ভিনিগার ও এক টুকরো লেবুর রস মিশিয়ে স্প্রে করুন ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে কোনোরকম ক্ষতি ছাড়াই গাছ থাকবে ঝকঝকে।

- আমরা সবসময় পাতার পাতার ওপরে পরিষ্কার করি, নিচের দিকে লক্ষ্য দিইনা। অনেক সময় পাতার নিচে বেশি ধুলো জমে তাই পাতার ওপরের অংশের পাশাপাশি নিচের দিকেও ব্রাশে করে ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে।
একটু সময় আর একটু যত্নে আপনার ঘরের গাছ হয়ে উঠবে সতেজ ও প্রাণবন্ত।