বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মের অন্যতম শুভ উৎসব। এ বছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে ৩০ শে এপ্রিল, বুধবার। ‘অক্ষয়’ শব্দের অর্থ ‘যা ক্ষয় হয় না’, অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। হিন্দিতে অক্ষয় তৃতীয়া পরিচিত ‘আখা তীজ’ নামে। কথিত আছে, পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। বৈদিক বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র তিথিতে কোন শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যে সমস্ত কারণে এই দিনটিকে শুভ বলে মিনে করা হয় তা হল-

- এই দিনটিতে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অফুরন্ত ধনসম্পদ ও ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের।
- এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল।
- এই দিনেই মহাভারত রচনা শুরু হয়।
- এই দিন পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়।
- এই দিন রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
- এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগ শুরু হয়।
- এই দিন টানা ৬ মাস বন্ধ থাকার পর কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দ্বার খোলা হয়।
- এই দিনে দ্বারকায় সুদামার সাথে তার বাল্যবন্ধু কৃষ্ণের দেখা হয় যা তাকে অসীম সম্পদ এবং সুখ এনে দিয়েছিল।

এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা এই দিনে প্রার্থনা করেন, উপবাস করেন, ধর্মীয় অনুষ্ঠান করেন এবং দানধ্যান করেন। এই দিনে সোনা-রূপা কেনার ঐতিহ্য বছরের পর বছর ধরে চলে আসছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে কেনা জিনিসপত্র ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং সম্পদ বৃদ্ধি করে।