Spread the love

চকলেট খেতে আমরা কে না ভালোবাসি। আর চকলেট খাওয়ার পর প্যাকেট গুলোর স্থান হয় ডাস্টবিনে। তবে জানেন কি, ফেলে দেওয়া ওই রঙ বেরঙের প্যাকেট দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন একটা আস্ত বৌকেট? যা বাড়িতে রাখলে যেমন বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলবে তেমন প্রিয় মানুষকে দেওয়ার জন্য আদর্শ গিফট হয়ে উঠবে। কীভাবে বাড়িতে বসে বানিয়ে ফেলবেন চকলেট বৌকেট দেখে নিন এক ঝলকে।

প্রয়োজনীয় উপকরণ

  • চকলেটের প্যাকেট  
  • স্টিক (বাঁশের কাঠি বা প্লাস্টিক স্টিক)
  • ফোম বল বা থার্মোকল বল
  • রঙিন পেপার
  • সেলোফেন পেপার
  • রঙিন রিবন
  • আর্টিফিশিয়াল ফুল
  • কাঁচি
  • টেপ
  • আঠা

কীভাবে বানাবেন

  1. চকলেট খাওয়ার সময় প্যাকেটগুলিকে যত্ন সহকারে খুলতে হবে। যাতে কোনওভাবে এলোমেলো ভাবে ছিঁড়ে না যায়।
  2. চকলেটের ফাঁকা প্যাকেটের মধ্যে স্টিক বা কাঠি ঢুকিয়ে আঠা লাগিয়ে সুন্দরভাবে মুখগুলিকে জুড়ে দিন। এভাবে অনেকগুলো চকলেটের প্যাকেট তৈরি করে নিন।
  3. এরপর একটি ফোম বলের গায়ে স্টিকগুলোকে সুন্দর ভাবে সাজিয়ে গেঁথে দিন ও ফাঁকফোকরে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ভরাট করে নিন।
  4. বৌকেটের চারপাশে রঙিন পেপার ভাঁজ করে টেপ দিয়ে জুড়ে, রিবন দিয়ে বেঁধে দিন।
  5. বৌকেটিকে আরও গ্ল্যামারাস লুক দিতে সেলোফেন পেপারে মুড়িয়ে দিন।
  6. বৌকেটিকে আরও সুন্দর দেখাতে বেশ কিছু হ্যান্ডমেড ফুলও পুঁথি যোগ করতে পারেন ।

নিজের ঘর সাজাতে হোক কিংবা কাউকে গিফট দিতে পকেট বাঁচাতে,  ঠিক এইভাবে আপনিও খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন এই চকলেট বৌকেট। 

Related Posts