Spread the love

নববর্ষ মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয়, এক নতুন শুরু –নিজেকে রঙে, রুচিতে আর রীতিতে সাজিয়ে তোলার সময়। বাংলার মাটিতে পয়লা বৈশাখ মানেই উৎসব, আর উৎসব মানেই ফ্যাশনের বাহার। তাই এই পয়লা বৈশাখে আপনার ফ্যাশন স্টেটমেন্ট হোক বাঙালিয়ানার ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে। চলুন দেখে নেওয়া যাক কিছু ফ্যাশন আইডিয়া, যা আপনাকে করে তুলবে অনন্যা।

১। লাল সাদায় ক্লাসিক লুকঃ

  • পয়লা বৈশাখ মানেই বাঙালির এই উৎসবের সবচেয়ে চেনা আর চিরকালীন সাজ হল লাল–সাদার ক্লাসিক লুক।
  • গরমের দিন হওয়ায় কটন, লিনেন, হ্যান্ডলুম বা তন্তু বেছে নিলে আরাম যেমন থাকবে, তেমনিই লাল রঙের ছোঁয়ায় উজ্জ্বল দেখাবে পুরো লুক।
  • সকালবেলার পুজো দেওয়া হোক বা দুপুরের খাওয়া-দাওয়ার আড্ডা – এই লাল সাদা ক্লাসিক সাজ কিন্তু সব জায়গায় মানিয়ে যাবে।

২। ফিউশন ফ্যাশনঃ

  • লং কুর্তি বা কুর্তার সঙ্গে স্কার্ট, পালাজো, ধুতি বা ডেনিম প্যান্টের কম্বিনেশন পড়তে পারেন যা আপনাকে দেবে ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্নের মিশ্রণে এক স্টাইলিশ লুক।
  • যেকোনও সলিড ম্যাক্সি ড্রেসের সঙ্গে রঙিন বা প্রিন্টেড ওড়না ব্যবহার করে পেতে পারেন বোহেমিয়ান লুক।
  •  আমব্রেলা প্যাটার্নের লং স্কার্টের সঙ্গে এলবো–স্লিভ ব্লাউজ বা ক্রপ টপ মিলে ইন্দো–ওয়েস্টার্ন লুক তৈরি করতে পারেন।

৩। ইউনিক টাচে কো–অর্ডসঃ

  • শাড়িতে কমফোর্টেবল যদি না হন, তাহলে লাল–সাদা ব্লক প্রিন্টেড কটন কো–অর্ড সেটের সঙ্গে নিয়ে নিন একটা সিম্পল দোপাট্টা, একেবারে মানানসই পয়লা বৈশাখের জন্য।
  • প্যাস্টেল শেডের ট্র্যাডিশনাল মোটিফস করা ফ্লেয়ারড ট্রাউজার আর ম্যাচিং কুর্তা বা টপের সাথে একটা লুক তৈরি করতে পারেন, মডার্ণ আর কালচারাল দুটোই বজায় থাকবে।

৪। এথনিক জাম্পস্যুট লুকঃ

  • যারা শাড়ি বা সালোয়ার ছেড়ে একটু ভিন্ন কিছু ট্রাই করতে চান তাদের জন্য পারফেক্ট হতে পারে এথনিক জাম্পস্যুট।
  • হ্যান্ডলুম, প্রিন্টেড কটন বা জামদানি মোটিফ দেওয়া লাইটওয়েট ফেব্রিক বেছে নিন। গরমে আরাম আর উৎসবের আমেজ দুই-ই বজায় থাকবে।
  • পয়লা বৈশাখের আবহে মানানসই লাল, সাদা, হলুদ, মাটি বা কমলা রঙ বেছে নিলে আরও ভালো লাগবে।

পয়লা বৈশাখের সাজ হোক নিজের মতো করে। আপনার পোশাকে ফুটে উঠুক ট্র্যাডিশনের সঙ্গে ফ্যাশনের এক সুন্দর মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts