Spread the love

গোলাপ ফুল কার না পছন্দের! গোলাপের রং যে ভালোবাসার রং। এই ভালোবাসা দিয়ে নিজের বাড়িকে যদি ভরিয়ে তোলা যায় তাহলে তো আর কোনও কথাই নেই। এর জন্য গাছের সঠিক পরিচর্যা করতে জানাটা ভীষণ দরকার। তাই, এই গরমকালে গোলাপ গাছের যত্নের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস…

  • প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে গরমকালে প্রচণ্ড রোদে গোলাপ গাছকে না রাখাই ভালো
  • সকালের দিকে মিঠে রোদে রাখুন এবং বেলা বাড়ার পর একটু ছায়ায় রাখার চেষ্টা করুন। তাহলে গাছ ভালো থাকবে  
  • গোলাপ গাছের চারপাশে মাটির আর্দ্রতা বজায় আছে কিনা সে ব্যাপারে নজর দিতে হবে। নাহলে, গাছ বেঁকে যেতে পারে এবং শুকিয়ে যেতে পারে
  • গ্রীষ্মের তাপে মাটি যাতে পুরোপুরি শুকিয়ে না যায় তার জন্য মাটির আদ্রতাকে ধরে রাখতে পরিমাণ মতো জল দিতে হবে  
  • সকালে এবং সন্ধ্যে বেলায় গাছে জল দিন
  • খুব গরম জল ব্যবহার করা এড়িয়ে চলুন। এতে গাছের ক্ষতি হতে পারে
  • কখনও কখনও গোলাপ গাছে পোকা ধরতে দেখা যায়। তাই গ্রীষ্মকালে সপ্তাহে একবার নিম পাতা সিদ্ধ করে বা নিম তেল-ও স্প্রে করতে পারেন গাছে
  • গরমকালে গোলাপ গাছে ফুল কম হয়। তাই এই সময় গাছের শিকড় ও পাতার প্রতি যত্ন নিন
  • কুঁড়ি ফুটলেও সেটা কেটে দিন। এতে গাছের জন্যই উপকার হবে। পরে মরসুমের শেষে আবার ফুল ফুটতে শুরু করবে

সার বানানো

  • সমান অংশে কম্পোস্ট ও কোকো পিট নিন। কম্পোস্ট ও কোকো পিট উভয়েই খুব ভালো জল ধরে রাখার ক্ষমতা রাখে
  • এর সঙ্গে এক চতুর্থাংশ বালি এবং গোলাপ ফুলের সার মিশিয়ে একটি পাত্রে মিশ্রণ তৈরি করুন
  • এরপরে ওই মিশ্রণটিকে মাটিতে মিশিয়ে দিন

এইভাবে গ্রীষ্মকালে শখের গোলাপ গাছের যত্ন নিন এবং ভালোবাসার রং-এ আপনার বাগানকে ভরিয়ে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts