বাচ্চারা তো খেলবেই আর ধুলোবালিও মাখবে। কিন্তু ওর যত্নে কোথাও যেন ত্রুটি না থাকে। স্নান করতে অনেক বাচ্চাই পছন্দ করে না আবার অনেকে ভীষণ পছন্দ কর। স্নান করা পছন্দ করুক বা না করুক বাচ্চাদের স্কিনের যত্ন নেওয়া খুবই জরুরী।
অনেক মায়েরাই বাচ্চাদের সঙ্গে একটা কমন ভুল করে থাকেন। বাচ্চারা বাইরে থেকে ধুলো-বালি মেখে, খেলাধুলো করে যখন বাড়ি ফেরে, সাবান দিয়ে তাদের স্নান করিয়ে দেন।
কিন্তু সাবানে থাকা ক্ষতিকারক ক্ষার তাদের নরম স্কিনের কিন্তু প্রচুর ক্ষতি করে।
বাচ্চাদের ত্বক পরিষ্কার করুন প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন কাঁচা দুধের মধ্যে একটু আটার ভুষি, কস্তুরী হলুদ, কয়েক ফোঁটা স্যান্ডালউড অয়েল আর আখরোটের খোসার গুঁড়ো নিন, সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে ওদের মুখ এবং গা হাত পায়ে মাখিয়ে দিন।
১০ মিনিট পর একটু শুকিয়ে এলে ভালোভাবে ঘষে ঘষে তুলে দিন, তারপর স্নান করিয়ে দিন। এরপরে গোটা গায়ে শিয়া বাটার মাখিয়ে দিন। ব্যাস স্কিন পরিষ্কার হল কোনো ক্ষতি ছাড়াই।