Spread the love

দেখতে দেখতে ডিসেম্বরের শেষ চলে এল। সামনেই ক্রিসমাস, তার গায়ে গা লাগিয়েই নিউ ইয়ার এসে পড়বে। এই সময়টা খুব সুন্দর। চারদিকে আলোয় সাজানো। রাস্তায় লোকজন ঘুরছে। কমলা-লেবু রঙের রোদ এসে চুমু খেয়ে যাচ্ছে গালে। দিনের বেলা ঘোরাঘুরি, রাতে পার্টি হৈ-হুল্লোড় আনন্দ সবই চলে পাল্লা দিয়ে। গরমে ঘেমেনেয়ে একশা হওয়ার চান্স নেই। তাই মন খুলে সাজগোজ করার এই হচ্ছে আদর্শ সময়। অনেকেই এই সময়টায় পুরোদস্তুর পশ্চিমী ঢঙে সাজতে ভালোবাসেন, আবার কেউ বা ফিউশন লুক ট্রাই করতে চান। পোশাক যেমনই হোক, মেক আপটি হতে হবে নজরকাড়া। আজ রইল সেই সাজেশন।

  • হাই কভারেজ ফাউন্ডেশন

পার্টি মেকআপ। অনেকক্ষণ যাতে মেকআপ বসে তার দিকে যেমন নজর দিতে হবে। একইসঙ্গে পার্টির শেষ পর্যন্ত যাতে ফ্রেশ লুক থাকে, সেদিকেও নজর দিতে হবে। সে কারণেই বেছে নিন হাই কভারেজ ফাউন্ডেশন। বছর শেষের পার্টির মেকআপের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করতেই হবে।

  • লাল লিপস্টিক

লাল ছাড়া পার্টি জমবে না। ঠোঁটে থাকুক ভাইব্র্যান্ট লাল রঙ। তবে গ্লসি নয়। ম্যাট লুক জমবে ভাল। পোশাকের সঙ্গে কনট্র্যাস্ট হলে তো ভালই। তা না হলেও বছরের শেষ রাতে লাল লিপস্টিক আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করবেই।

  • আন্ডার আই কনসিলার

চোখের নীচের ডার্ক সার্কল ঢাকতে কনসিলার ব্যবহার করেন অনেকে। পার্টির মেকআপেও এটা মাস্ট। কনসিলার লাগিয়ে টিস্যু দিয়ে অতিরিক্ত কনসিলার ঝেড়ে ফেলে দিন। একেবারে শেষে ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন।

  • ফেক আইল্যাশ

যে কোনও সাজের সঙ্গে কিন্তু ফেক আইল্যাশ মানাবে না। তবে পার্টি সিজনে আপনি নিশ্চিন্তে ট্রাই করতে পারেন। শুধুমাত্র আপনার চোখের থেকে আইল্যাশ যেন খুব বড় না হয়, সেটা খেয়াল রাখবেন। একেবারে বেমানান হলে কিন্তু জমবে না।

  • স্মোকি আইজ

বোল্ড লুক পার্টিতে অনায়াসে ট্রাই করতে পারেন। আর সেই লুকে চোখের সাজে থাকুক স্মোকি এফেক্ট। গ্লিটার দিয়ে টপিং করুন। আপনার সাজ প্রশংসা পাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts