বয়স চল্লিশ পেরোলেই অনেকেই শাড়ি ছাড়া অন্য কোনও পোশাক পরতে একটু shaky feel করে। কিন্তু আপনারা অনেকেই হয়ত জানেন না যে বডি শেপ অনুযায়ী পোশাক বাছলে যেকোনও বয়সের যে কাউকে অনেক সুন্দর দেখতে লাগে।
এ লাইন কুর্তাঃ
যদি বডি শেপ Pear অর্থাৎ ন্যাশপাতির মতো হয়, তাহলে বেছে নিন A Line Kurta। যাতে শরীরের ভারী অংশ আড়াল হয়ে যায়। এতে Upper Body তুলনায় স্লিম দেখাবে এবং A Line-এর নিচের দিকটা flowy হওয়ার জন্য ভ্যারিয়েশন add করবে। Straight Pant-এর সঙ্গে ক্যারি করতে পারো। চেষ্টা করুন গোড়ালির ওপরে শেষ হয়ে যায় এমন প্যান্ট পরার। এতে লম্বা দেখাবে।
দিনের বেলা কোনও অনুষ্ঠান থাকলে শাড়ির বদলে অনায়াসে পরতে পারেন এই A Line Kurta, ভীষণ সুন্দর এবং স্মার্ট দেখাবে।