Spread the love

ইদানিং বাজারে ড্রাগন ফলের রমরমা বেড়েই চলেছে। অনেকেই এই ফল খেতে বেশ পছন্দ করেন। এই ফলের আদি বাসস্থান মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাসের মতো দেশ। তাই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ড্রাগন ফল চাষ বেড়েছে মানুষের চাহিদার কথা ভেবে। আজকাল কেউ কেউ আবার বাড়িতেও ড্রাগন ফলের গাছ বসাতে চান। তবে এই গাছের পরিচর্যা ঠিকমতো না করলে এটি বেশিদিন বাঁচে না এবং ফলও ভালো হয় না। তাই কিভাবে আপনি ড্রাগন গাছের যত্ন নেবেন তার কিছু সহজ টিপস রইল আপনাদের জন্য…

উপযুক্ত সময়

  • ড্রাগন ফল সাধারণত সারা বছরেই চাষ করা যায়। এটি বেশ শক্ত প্রজাতির গাছ হওয়ায় প্রায় সব ঋতুতেই চারা রোপন করতে পারেন। 
  • তবে গরমের সময়টা ড্রাগন ফ্রুট চাষ করার উপযুক্ত সময়।
  • এই গাছ রোদ পছন্দ করে। তাই দিনে অন্ততপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা সূর্যের আলোয় গাছটিকে রাখুন যাতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে।

মাটি ও গাছ রোপণ  –

  • ড্রাগন ফল চাষের জন্য প্রথমে উপযুক্ত মাটি তৈরি করা প্রয়োজন। এর ফলে গাছে ফলন ভালো ধরে।
  •  ৪০ শতাংশ মাটি, ১০ শতাংশ বালি, ৩০ শতাংশ কোকোপিট এবং ২০ শতাংশ কম্পোস্ট সার- এর মিশ্রণে ড্রাগন ফলের গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে।
  • সার ও মাটির মিশ্রনে পরিমান মত জল দেবার পর কোনও পাত্রে বা টবে সব উপকরণগুলো ১০ থেকে ১২ দিন রেখে দিন।
  •  তারপর মাটি ভালো করে কিছু দিয়ে খুঁচিয়ে ঝুরঝুরে করে আরো ৪ থেকে ৫ দিন রেখে দিন।
  •  মাটি কিছুটা শুষ্ক হয়ে এলে ভালো জাতের কাটিং চারা নির্বাচিত পাত্রে বা টবে রোপন করুন।

পরিচর্যা

  • ড্রাগন ফলের গাছকে ঠিকঠাক পরিচর্যা না করলে ভালো ফলন হয় না।
  • এটি ক্যাকটাস জাতীয় গাছ হবার কারণে বেশি জল দেবার দরকার পরে না। তাই মাটি একেবারে শুকিয়ে গেলে তারপর জল দেবেন।
  • সারাদিনে একবার জল দিলেই যথেষ্ট।
  • ড্রাগন গাছের ডালপালা লতার মত হওয়ার কারনে গাছের হালকা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই খুঁটির সাথে বেঁধে দেবেন যাতে গাছ সহজেই হেলে না পরে।
  • আপনাকে খেয়াল রাখতে হবে গাছটি যেন পর্যাপ্ত রোদ পায়।
  • ড্রাগন ফ্রুট গাছে তরল সার দেওয়াই ভাল।
  •  সব্জির খোসা, ডিমের খোলা, চা পাতা পচিয়ে বাড়িতেই ‘অর্গানিক’ কম্পোস্ট সার তৈরি করে ফেলতে পারেন। এতে গাছের ফুল ও ফল দুটোই ভালো হয়।   

তাহলে এবার নিশিন্তে আপনার বাড়িতেই বসিয়ে ফেলুন ড্রাগন ফলের গাছ। এই সহজ উপায়ে আপনারা আপনার প্রিয় গাছটিকে যত্ন সহকারে বড়ো করতে পারেন আর উপভোগ করতে পারেন ড্রাগন ফলের স্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts