Spread the love

নতুন বছরের প্রথম দিনটা মিষ্টিমুখ না করলে কি চলে? নিজের প্রিয়জনদের জন্য মিষ্টি পাঠাতে সুন্দর করে বানিয়ে ফেলুন গিফট বক্স। পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা জানিয়ে এমন এক উপহার আপনার প্রিয়জনের মন কাড়তে বাধ্য। জেনে নিন কিভাবে বানাবেন মিষ্টির ইউনিক এই গিফট বক্সটি।

উপকরণ

  • একটা উপযুক্ত মাপের বক্স (কার্ড বোর্ড বা শক্ত কাগজ দিয়ে তৈরি জাতীয় কিছু হলেই চলবে)
  • রঙিন কাগজ
  • বিভিন্ন প্রকারের মিষ্টি
  • রঙিন ফিতা
  • কারুকাজ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী
  • কাঁচি, আঠা, স্কেল, পেন্সিল, সেলোটেপ

বানানোর পদ্ধতি

  • প্রথমেই আপনাকে মিষ্টির পরিমাণ ও সাইজ অনুযায়ী উপযুক্ত মাপের একটা বক্স জোগাড় করতে হবে।
  • আর যদি নিজে বক্স তৈরি করতে চান তাহলে কার্ড বোর্ডটি ঠিকঠাক সাইজে কাঁচি দিয়ে কাটতে হবে।
  • তারপর আঠা দিয়ে এক একটা টুকরোকে জোড়া লাগাতে হবে।
  • মনে রাখতে হবে যাতে বক্সের প্রতিটা তল একে অপরের সাথে সামঞ্জস্য রেখে বানানো যায়।
  • এবার বক্সটিকে সুন্দর করে মোড়ানোর জন্য রঙিন কাগজের ব্যবহার করুন।
  • সেলোটেপ দিয়ে এমনভাবে কাগজকে মোড়ান যাতে অসমান না হয়।  
  • বক্সের ভিতর মিষ্টিগুলো রাখার জন্য রঙিন টিস্যু পেপার দিয়ে স্তর তৈরি করুন
  • সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে রাখুন।
  • এরপর বক্সের উপর রঙিন ফিতা দিয়ে সুন্দর করে বেঁধে দিন।
  • এর সঙ্গে যদি বক্সের গায়ে জড়ানো কাগজের উপর কোনও ডিজাইন করতে চান সেটা করতে পারেন।
  • কিছু আলংকারিক জিনিস দিয়েও সাজিয়ে তুলতে পারেন আপনার গিফট বক্স।
  • তার সঙ্গে শুভেচ্ছা বার্তা হিসাবে বক্সের উপর কোনও স্টিকার লাগিয়ে শুভ নববর্ষ সম্পর্কিত আপনার মনের কথা লিখতে পারেন।

এইভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নিন মিষ্টি রাখার ছোট্ট একটা গিফট বক্স। পয়লা বৈশাখে প্রিয়জন হোক বা আত্মীয়-স্বজন, আপনার ভালোবেসে দেওয়া মিষ্টির এই গিফট বক্সটি হবে তার কাছে নববর্ষের সেরা উপহার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts