Spread the love

গরমে খোলা চুল সামলানো কিন্তু বেশ ঝামেলার ব্যাপার। তাছাড়া ঘাম আর গরমে চুল হয়ে যায় চিটচিটে আর অস্বস্তিকর। তাই গরমের দিনে এমন স্টাইল বেছে নেওয়া দরকার, যা ট্রেন্ডি আবার আরামদায়কও। চলুন দেখে নেওয়া যাক –

১। মেসি বানঃ

প্রথমে চুল উঁচু করে পনিটেল করুন, তারপর পাকিয়ে গোল করে বান তৈরি করুন। এরপর হেয়ার পিন বা ব্যান্ড দিয়ে আটকে দিন। ঢিলেঢালা রাখতে পারেন, তাহলে আরও স্টাইলিশ লাগবে।

২। ফিশটেল ব্রেইডঃ

প্রথমে চুল দুই ভাগে ভাগ করুন। তারপর এক পাশ থেকে ছোট করে চুল নিয়ে অন্য পাশে দিন। আবার অপর পাশের ক্ষেত্রেও একই জিনিস করুন। এভাবে পুরো চুল বেঁধে নিন।

৩। ডাচ ব্রেইডঃ  

মাথার সামনে থেকে চুল নিয়ে তিন ভাগ করে বিনুনির মতো চুল বুনতে শুরু করুন। প্রতিবার নিচের দিক থেকে নতুন চুল যোগ করে ভিতরের দিকে বুনুন। পুরো মাথায় এরমভাবে করে নিয়ে নিচের চুল দিয়ে সাধারণ বেনি করে নিন। এই স্টাইল দিনে দীর্ঘ সময় অবধি ভালো থাকে।

৪। হাই পনিটেলঃ

সমস্ত চুল উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে বাঁধুন। চাইলে কিছু চুল সামনের দিকে ছেড়ে দিতে পারেন আরও স্টাইলিশ লুকের জন্য।

সঠিক হেয়ারস্টাইল বেছে নিন, যাতে গরমেও ফ্রেশ ও স্টাইলিশ থাকা যায় সহজেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts