Spread the love

হিন্দু সংস্কৃতিতে অক্ষয় তৃতীয়ার দিনটিকে একটি অত্যন্ত পবিত্র এবং শুভ হিসেবে মানা হয়। এই দিনকে “অক্ষয়” অর্থাৎ “ক্ষয়হীন” বলা হয়, যার মানে হলো – এই দিনে করা যে কোনও শুভ কাজ চিরস্থায়ী ফল দেয়। তবে এই শুভ দিনে কিছু নিষেধও মানা হয় বিশ্বাস এবং আচারগত কারণে। আবার এ কথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিনে কী কী কাজ করা নিষেধ তা জেনে নিন –

১। অক্ষয় তৃতীয়ার দিনে চুল ও নখ কাটতে নিষেধ করা হয়, কারণ শরীর থেকে কিছু কাটা মানে সেই শুভ দিনে নিজের শরীরের শক্তি বা সৌভাগ্য কমানো।

২। অক্ষয় তৃতীয়ার দিন মনের ভাব ও কর্ম স্থায়ী হয়। ঝগড়া করলে সেই নেতিবাচক শক্তি দীর্ঘস্থায়ী হতে পারে।

৩।এই দিনে প্রকৃতি এবং জীবের প্রতি দয়া প্রদর্শন মহাপুণ্য। বৈদিক মতে, এই দিনে প্রাণ হত্যা বা গাছ কাটা পাপফল দেয়।

৪। অক্ষয় তৃতীয়ার দিনে কারোর কাছ থেকে টাকা ধার দেওয়া বা ধার নেবেন না। তাতে লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং আর্থিক সমস্যাও বৃদ্ধি পায়। 

৫। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পেঁয়াজ, রসুন, মাংস ও মদ খাওয়া উচিত নয়। এতে জীবনে নেগেটিভিটি চরম আকার নিতে পারে, দারিদ্র্য ও দুঃখ-কষ্ট বেড়ে যেতে পারে দ্বিগুণ। এদিনে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া উচিত।

৬। অক্ষয় তৃতীয়ার দিন, ঘর অপরিষ্কার রাখা উচিত নয়, দেবী লক্ষ্মী তাতে বাড়িতে বাস করেন না। এই দিন পুজোর বা ঠাকুরের ঘর এবং বিশেষ করে বাড়ির প্রধান দরজা একেবারে নোংরা রাখবেন না।

৭। অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনও তুলসী পাতা তুলবেন না। এতে শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

৮। এই দিন কারও মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলবেন না।

৯। এই দিন বাড়ি থেকে নুন, তুলো, সরষে এবং তেল কাউকে দেবেন না।

১০। অক্ষয় তৃতীয়ার দিনে মাটির পাত্র কেনা খুব শুভ। কিন্তু, এদিনে ভুল করেও প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, কাঁচ বা স্টিলের পাত্র কিনবেন না।

সঠিক নিয়ম ও নিষেধ মানলে এই দিনের ফলাফল হয় অক্ষয় – অর্থাৎ চিরস্থায়ী ও কল্যানময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts