Spread the love

গ্রীষ্মের প্রচন্ড রোদের সময় শুধু মানুষ নয়, গাছপালাও মারাত্মক কষ্ট পায়। অতিরিক্ত তাপমাত্রায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। অনেক সময় শুকিয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই গ্রীষ্মকালে গাছের জন্য দরকার একটু বাড়তি যত্ন ও সচেতনতা। চলুন, এই গরমেও সহজ কিছু উপায়ে আমাদের প্রিয় গাছগুলোকে কী করে সজীব ও সবুজ রাখা যায় তার কিছু টিপস জেনে নিই –

  • প্রতিদিন রোদ ওঠার আগে আর সূর্য ডোবার পর গাছে জল দিন। দুপুরের গরমের সময় জল না দেওয়াই ভালো
  • গাছের গোড়ায় শুকনো পাতা, খড় বা নারকেলের ছোবড়া বিছিয়ে মাটি ঢেকে রাখলে জল শুকোয় না
  • গরমে ভারী সার না দেওয়াই ভালো, হালকা জৈব সার দিলে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ে
  • ছোট গাছ বা টবের গাছকে অতিরিক্ত রোদ থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থা করুন
  • পাথরের ছোট টুকরো দিয়ে মাটি ঢাকলে প্রখর সূর্যের আলো সরাসরি মাটিতে পড়ে না – জলও কম শুকোয়
  • সপ্তাহে একবার পাতায় মিস্ট স্প্রে করলে গাছ ফ্রেশ থাকে
  • একাধিক গাছ কাছাকাছি রাখলে গাছ নিজেরা হিউমিডিটি রিটেইন করে
  • প্লাস্টিক টব গরমে বেশি গরম হয় – ক্লে বা সিরামিক টব গাছের জন্য ভালো
  • শুকনো বা নষ্ট পাতা ছাঁটাই করলে গাছ ভালোভাবে বাঁচে
  • গ্রীষ্মে বৃষ্টির জল হলে, সেই জল স্টোর করে রাখো। পরদিন এই জল গাছে দাও কারণ এটা ঠান্ডা ও পুষ্টিকর।
  • টবের নিচে ছিদ্র আছে কিনা দেখবে, যাতে জল আটকে থাকলে শিকড় পচে না যায়, তাই জল নিষ্কাশন ব্যবস্থা জরুরি।
  • ভাতের মাড়, চাল ধোওয়া জল বা ভেজানো চা পাতার জল গাছে দিলে গ্রীষ্মে বাড়তি পুষ্টি পায়।

গ্রীষ্মের তাপে যখন গাছ কষ্ট পায়, তখন আমাদের একটু যত্নই তাদের বাঁচিয়ে রাখতে পারে। তাই গরমেও গাছের প্রতি যত্ন ভুলে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts