Spread the love

এপ্রিলের শুরুতেই সূর্যের চোখ রাঙানিতে প্রাণ ওষ্ঠাগত। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। পাখিরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তার উপর এখনও গোটা গ্রীষ্মকালটা বাকি। আপনারা অনেকেই পাখি পুষতে ভালোবাসেন। কিন্তু শুধু পুষলেই তো হল না! নিজেদের শরীরের পাশাপাশি আপনার বাড়ির পোষ্যটারও সমানভাবে যত্ন নেওয়া প্রয়োজন। তাই কিভাবে আপনার বাড়ির প্রিয় পোষ্য পাখিটিকে এই প্রচণ্ড হিট থেকে রক্ষা করবেন তার কিছু সহজ টিপস রইল… 

প্রখর তাপ থেকে দূরে রাখুন

  • পাখির খাঁচাকে সরাসরি সূর্যের তাপে রাখবেন না। অতিরিক্ত গরমে তাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে।
  • সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ঘরের মধ্যে কোথাও ঠাণ্ডা বা আরামদায়ক জায়গায় রাখার চেষ্টা করুন।

পর্যাপ্ত জল পান করান

  • পাখিকে নিয়মিত বিশুদ্ধ ও ঠাণ্ডা জল পান করান। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।  
  • পাখির খাঁচার মধ্যে সবসময় একটা জল ভর্তি পাত্র রাখুন।
  • এছাড়া, বাড়ির বিভিন্ন কোণায় জলের পাত্র রেখে দিন। যাতে খাঁচার বাইরে থাকাকালীনও পাখির জল পানে কোনও অসুবিধা না হয়।

নিয়মিত স্নান করান

  • পাখিরা স্নান করতে খুব ভালোবাসে। বেশি গরমে প্রতিদিন বা সপ্তাহে ৪-৫ দিন পাখিকে স্নান করান।
  • এছাড়া, পাখিদের স্নানের জন্য ছাদে বা বারান্দায় ছায়া আছে এমন কোনও জায়গায় বড়ো পাত্রে জল রেখে দিন।
  • স্নানের জলের মধ্যে নিমপাতা বা অ্যালোভেরার রস মিশিয়ে দিতে পারেন। এতে শরীর থেকে পোকা দূর হবে এবং পালকও সুন্দর দেখাবে।

হিটস্ট্রোক থেকে বাঁচান

  • প্রচণ্ড গরমে পাখিদের হিটস্ট্রোকের সম্ভবনা থাকে। এই বিষয়টা মাথায় রাখতে হবে।
  • পাখিরা হাঁপাতে থাকে, দুর্বল অনুভব করে, ভারসাম্য বজায় রাখতে পারে না, বারবার ডানা ঝাপটাতে থাকে – এই সবই পাখির হিটস্ট্রোকের লক্ষণ। এইগুলি লক্ষ্য করুন ও দ্রুত ব্যবস্থা নিন।

সঠিক খাদ্য

  • গরমে পাখিকে সঠিক অনুপাতে শস্যদানা খেতে দিতে হবে।
  • গরমে ডি-হাইড্রেশনের হাত থেকে বাঁচাতে পাখিদের ঠাণ্ডা জাতীয় খাবার খেতে দিন যেমন ফ্রিজে রাখা ফল, শাকপাতা। তবে অতিরিক্ত ঠাণ্ডা খাবার দেবেন না কারণ তা হজমের সমস্যা তৈরি করতে পারে।
  • রসালো ফল পাখিদের শরীরের জন্য খুবই ভালো। যেমন শশা, তরমুজ, মৌসুমি লেবু ও অন্যান্য ফলও দিতে পারেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন

  • পাখির খাঁচা, ট্রে, জল ও খাবারের পাত্র সপ্তাহে একদিন করে ভালোভাবে ধুয়ে দিতে হবে।
  •  গরমে পাখির অনেক সময় পেট খারাপ হয়ে থাকে, তাই পাখির যাবতীয় জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি।

পোষ্য মানেই আদরের। আর সেই পোষ্য যখন আপনার প্রিয় পাখি, তাহলে তো ভালবাসা দ্বিগুন হয়ে যায়। তাই এই গরমে নিজেও সুস্থ থাকুন আর আপনার পোষ্য পাখিটিকেও যত্নে রাখুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts