Spread the love

কলকাতা মানেই কি আপনার কাছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাওড়া ব্রিজের ব্যস্ততা? তবে জানেন কি, এই শহরের বুকে এখনও এমন কিছু গন্তব্য লুকিয়ে আছে, যেখানে পৌঁছলে মনে হবে সময় আটকে গেছে ইতিহাসের পাতায়। কম চেনা এই জায়গা গুলোতেই লুকিয়ে আছে সত্যিকারের কলকাতা। চলুন, নতুন চোখে হেঁটে দেখি কলকাতা।

১। মেটকাফ হল

  • গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা মেটকাফ হল গ্রিক-ডোরিক স্থাপত্যশৈলীর ভবন, যা একসময় পাবলিক লাইব্রেরি ছিল।
  • বিশাল স্তম্ভ, সুনিপুণ ডিজাইন ও ঔপনিবেশিক আমলের ইতিহাস যেখানে কলকাতার পুরনো দলিল, ছবি ও শিল্পকর্ম সংরক্ষিত আছে।
  • ইতিহাস কিংবা ফটোগ্রাফির প্রতি ভালোবাসা থাকলে, এটি আপনার দেখা উচিত।
  • জেটি ঘাট থেকে বেরিয়ে মিলেনিয়াম পার্কের গেট নাম্বার ৩ –এর কাছে আসবেন, রাস্তা পেরোলেই দেখতে পাবেন মেটকাফে হল।

২। মাগেন ডেভিড সিনাগগ

  • কলকাতার ধর্মতলার ব্যস্ত রাস্তায় লুকিয়ে লাল ইটের এই স্থাপত্য মাগেন ডেভিড সিনাগগ, যা একসময় ইহুদি সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ছিল।
  • বিশাল ঘড়িঘর, সোনালি ঝাড়বাতি ও রঙিন কাচের জানালা এখানকার প্রধান নিদর্শন।
  • ফটোগ্রাফির জন্য অসাধারণ স্থান। হাওড়া থেকে ধর্মতলাগামী যেকোনও বাস ধরে ক্যানিং স্ট্রীট নামলেই দেখতে পাবেন।

৩। হোলি রোজারি ক্যাথিড্রাল

  • ধর্মতলার প্রাণকেন্দ্রে অবস্থিত এটি কলকাতার অন্যতম পুরনো ক্যাথলিক গির্জা।
  • এটি পর্তুগিজ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। যেখানে সুউচ্চ মিনার, সাদা ও নীল রঙের সুন্দর আর শৈল্পিক কাঁচের জানালা রয়েছে।
  • শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি পরিবেশের অনুভূতি পেতে চাইলে এটি অবশ্যই ঘুরে দেখার মতো স্থান।
  • হাওড়া থেকে ধর্মতলা গামী যেকোনো বাস ধরে ক্যানিং স্ট্রীট নামলেই বিপরীত ফুটে দেখতে পাবেন চার্চটি।

৪। স্বরণিকা ট্রাম

  • কলকাতার প্রথম হেরিটেজ ট্রাম মিউজিয়াম যা আপনাকে নিয়ে যাবে ট্রামের ১৫০ বছরের ইতিহাসে।
  • ভেতরে পুরোনো ছবি, টিকিট, মডেল ও কাঠের নান্দনিক সাজসজ্জা একে বিশেষ করে তোলে।
  • এর সঙ্গে ঠান্ডাঘরে খেতে পারেন পছন্দসই খাবার।
  • শহরের ঐতিহ্যকে নতুনভাবে উপভোগ করতে এটি অবশ্যই দেখা উচিত।
  • এসপ্লানেড মেট্রো স্টেশনের গেট নাম্বার ২ -এর সামনেই এই স্বরণিকা ট্রাম।

৫। দুর্গা মিউজিয়াম

  • কলকাতার দুর্গাপুজো শেষ হলেও তার শিল্প ও থিমের সৌন্দর্য ধরে রাখে দুর্গা মিউজিয়াম।
  • এখানে সংরক্ষিত আছে বিখ্যাত পুজোমন্ডপের শিল্পকলা, প্রতিমার অংশ ও থিমের অনন্য উপস্থাপনা।
  • যারা দুর্গাপুজোর রেশ বছরভর অনুভব করতে চান, তারা এই  মিউজিয়ামকে অবশ্যই বাকেটলিস্টে রাখুন।
  • রবীন্দ্র সরোবর লেকের একদম পাশেই এই মিউজিয়াম।

৬। পরেশনাথ জৈন মন্দির

  • অপুর্ব স্থাপত্য, রঙিন কাচের কাজ ও মার্বেলের কারুকার্যের জন্য বিখ্যাত এই মন্দির।
  • মন্দির প্রাঙ্গণের ঝলমলে বাগান, ছোট জলাশয় ও শান্ত পরিবেশ এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে।
  • যদি আপনি নিরিবিলি পরিবেশ ভালোবাসেন, তবে এই মন্দির অবশ্যই ঘুরে আসুন।
  • বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে হেঁটে ৫ মিনিট।

কলকাতার চেনা রাস্তাগুলো ছেড়ে যদি অচেনার সন্ধান করতে চান, তবে এই জায়গাগুলো আপনার তালিকায় রাখতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts