ভ্যালেন্টাইন্স ডে-তে ডেটে তো যেতেই হবে। কিন্তু ঠিক কীরকম পোশাক পরলে দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে সেটা বুঝতে পারছ না, তাই তো? তার জন্য কয়েকটি ছোট্ট টিপস রইল আপনাদের জন্য-

- প্রথমেই জেনে নিন যে ভ্যালান্টাইন্স ডে-তে আপনারা দিনের বেলা বেরোচ্ছেন নাকি রাতে। নাকি সারাদিনের জন্য। সেই হিসেবে পোশাক নির্বাচন করুন।
- যদি সারাদিনের জন্য বেড়াতে বেরন, সেক্ষেত্রে এমন একটি পোশাক বাছুন যাতে সারাদিন স্বচ্ছন্দ বোধ করেন। চাইলে সুতি বা জর্জেটের ফ্যাব্রিক পরতে পারেন।
- পোশাকের রঙ নির্বাচন করার ক্ষেত্রে, সারাদিনের জন্য বেরোলে এমন রঙের পোশাক পড়ুন যা সকালে এবং সন্ধ্যেয়- দুবেলাই মানানসই হয়। হালকা গোলাপি, নীল, পার্পল এই ধরনের রঙ পরতে পারেন।
- যদি দিনের বেলা ঘুরতে বেরোন তাহলে ভ্যালেন্টাইন্স ডে-র পোশাক নির্বাচন অন্যরকম হবে। হালকা রঙ ও ফ্যাব্রিক বেছে নিন। আর রাতের সাজ কিন্তু বেশ জমকালো হবে।
- নিজের শারীরিক গঠন অনুযায়ী পোশাক বেছে নিন। যদি আপনার চেহারা একটু ভারী হয় তাহলে চেষ্টা করুন একরঙা কিন্তু গাঢ় রঙের পোশাক পরার। আবার যদি আপনার চেহারা খুবই রোগা হয় তাহলে খুব বেশি আটোসাটো পোশাক পরবেন না। বড় প্রিন্টের নক্সা করা পোশাক পরুন।
একটা কথা মনে রাখবেন, ভ্যালেন্টাইন্স ডে-র জন্য যে পোশাকই পরুন না কেন, তাতে যেন আপনি স্বচ্ছন্দবোধ করেন। কারণ আপনার আরামটাই বড় কথা। পোশাক পরে আরাম পেলে তবেই পোশাক ক্যারিও করতে পারবেন ভালভাবে।