যীশু খ্রিস্টের জন্মদিন বা ক্রিসমাস কথাটি এসেছে ‘মাস অফ ক্রাইস্ট’ থেকে। প্রথা অনুযায়ী এই মাস সময়সীমা সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে। তাই প্রার্থনা শুরু হয় রাত ১২টা থেকে। সেই থেকে ক্রিসমাস পালন শুরু হয়। প্রামাণ্য তথ্য অনুযায়ী প্রথম ক্রিসমাস পালন করা হয়েছিল ৩৩৬ খ্রীস্টাব্দে।
ক্রিসমাস মিথ
- প্রাচীন কিংবদন্তি অনুসারে ২৫ শে মার্চ মেরি একটি দৈববাণী পান যে, তাঁর কোল আলো করে এক আশ্চর্য শিশু জন্ম নেবে। ২৫ শে মার্চের নয় মাস পর ২৫ শে ডিসেম্বরে যীশু খ্রিস্টের জন্ম হল।
- ক্রিসমাস ট্রি’র কথা বলতেই হয়। প্যাগান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করতেন ফার ট্রি বসন্তের আগমন ঘোষণা করে। আবার রোমানরা ফার গাছ সাজাতেন শস্যের ইশ্বরকে সন্তুষ্ট রাখার জন্য। তালিন, এস্তোনিয়া, রিগা আর ল্যাটভিয়া প্রথম ক্রিসমাস ট্রি-র জন্য প্রসিদ্ধ।
- ক্রিসমাস ট্রি-তে তারা আর আলোর প্রচলন শুরু করে মার্টিন লুথার। কথিত আছে, এক রাতে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে প্রচুর ফার গাছের সারির মাঝ থেকে আকাশে অজস্র তারার অপার্থিব দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে বাড়ি ফিরে তিনি ফার গাছে জ্বলন্ত মোমবাতি লাগান।
- সান্তাক্লজ অর্থাৎ সাদা দাড়ি আর ঝোলা নিয়ে যিনি ইচ্ছে পূরণ করেন, তার অন্য নাম সেন্ট নিকোলাস। আবির্ভাব ২৮০ খ্রীস্টাব্দে। একজন সাধু, যিনি বাচ্চাদের জন্য উপহার আনতেন। তাকে নিয়ে একটা প্রবাদ আছে যে, একবার তিনি তিনটি বাচ্চা মেয়েকে ক্রীতদাসী হওয়ার হাত থেকে বাঁচান।
- ২০০৯ -এর এক ক্রিসমাস ইভে মাইক নামে জনৈক ব্যক্তির স্ত্রীর প্রসব যন্ত্রণা হলে, মাইক তাকে পাশের নার্সিংহোমে ভর্তি করেন। বাচ্চার শারীরিক অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। মাইকের কোলে যখন বাচ্চাটি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই সময় ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ আলোয় ভরে ওঠে চারপাশ আর বাচ্চাটির দেহে আস্তে আস্তে প্রাণ ফিরে আসে।
ক্রিসমাস ট্রুস
প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানব সমাজের এক অন্ধকার সময়। অনুমান করা হয় ১৭ থেকে ৪০ মিলিয়ন লোক এই সময় মারা গিয়েছিল। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেও ১৯১৪ সালে ক্রিসমাসে মানব ভ্রাতৃত্ব ও মমত্ববোধের এক অনুপ্রেরণামূলক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কিছু সৈন্য ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে অন্য পক্ষের প্রতিশোধ গ্রহণ করেছিল। বিনিময় হয়েছিল সিগারেট ও স্মরণিকা।
হ্যাটবক্স বেবি
১৯৩৩ সালে ক্রিসমাস ইভে এড এবং জুলিয়া স্টুয়ার্ট বাড়ির ফেরার পথে এক হ্যাটবক্সের ভেতর ফুটফুটে একটি বাচ্চাকে পেলেন। তাঁরা তাকে দত্তক নিয়ে নিলেন। বাচ্চার শরীর একদম সুস্থ ছিল। ক্রিসমাস ইভে পাওয়া বলে সেই বাচ্চা হ্যাটবক্স বেবি নামে পরিচিত হয়ে ওঠে।