Spread the love

ঘরের কোণে থাকা ছোট্ট একটি ইনডোর প্ল্যান্ট ঘরকে করে তোলে স্নিগ্ধ। শুধু সৌন্দর্যবর্ধনই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো ইনডোর প্ল্যান্ট। ঘরের ভেতর থাকা গাছ উদ্বেগ ও মানসিক চাপ কমাতেও সাহায্য করে। বেশির ভাগ ইনডোর প্ল্যান্টই ছায়াবান্ধব হয়ে থাকে, তাই ঘরের ভেতরের পরিবেশেই স্বাচ্ছন্দ্যে ডালপালা মেলতে পারে এসব গাছ। আবার পোথোস, স্পাইডার প্ল্যান্ট ও স্নেক প্ল্যান্টের মতো গাছগুলো শুধু জলেও দিব্যি বেঁচে থাকে।

১. ইনডোর প্ল্যান্টে জল দেওয়ার বিশেষ কোনো নিয়ম নেই। গাছের ধরন অনুযায়ী জলের চাহিদা ভিন্ন হয়ে থাকে। যেমন স্নেক প্ল্যান্টে সপ্তাহে দু-এক দিন জল দিলেই ভালোমতো বেঁচে থাকে। আবার অনেক গাছের বেড়ে উঠতে নিয়মিত জলের প্রয়োজন হয়। তবে সাধারণত যখন ইনডোর প্ল্যান্টের গোড়ার মাটি শুকিয়ে যাবে, তখনই গাছে জল দিতে হবে। শীতকালে প্রকৃতিতে আর্দ্রতা অনেকটা কমে যায়, তাই ঘরের ভেতর থাকা গাছগুলোর আর্দ্রতা ধরে রাখতে মাটিতে কিছুটা কোকো পিট ব্যবহার করতে পারেন। এটি গাছের জন্য প্রয়োজনীয় জল ধারণ করতে পারে। গাছের গোড়াতেও পচন ধরে না।

২. প্রকৃতিতে জীর্ণভাব নিয়ে আসে শীত। মনে হয় গাছপালা যেন ঝিমিয়ে আছে। এ সময় গাছের বৃদ্ধি অন্যান্য সময়ের চেয়ে কম হয়। অনেক সময় দেখা যায়, গাছের কিছু পাতা বিবর্ণ হয়ে গিয়েছে। এ সময় গাছের মরা ডাল-পাতাগুলো ছেঁটে দেওয়া উচিত।

৩. ঘরের ভেতরে থাকা আসবাবের মতোই ইনডোর প্ল্যান্টেও কিছুদিন পরপর ধুলোবালি জমে। পাতার ওপর দীর্ঘদিন ধরে জমা ধুলোবালি গাছের সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটাতে পারে। তাই পাতায় ধুলো জমলে ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিতে হবে।

৪. ইনডোর প্ল্যান্টের বেড়ে উঠতে খুব বেশি আলো-বাতাসের প্রয়োজন হয় না, কিন্তু একেবারেই আলো-বাতাস না পেলে গাছগুলো সতেজভাব হারাতে পারে। এ ছাড়া গাছে ফাঙ্গাসের আক্রমণও হতে পারে। তাই সপ্তাহে এক দিন বা ১৫ দিনে অন্তত এক দিন ইনডোর প্ল্যান্টগুলো কিছুক্ষণের জন্য রোদে রাখুন।

৫. শীতকালে অনেক গাছই মিলি বাগ নামক ছোট ছোট সাদা রঙের একধরনের পোকার আক্রমণের শিকার হয়। এই পোকা দমনে ‘ইমিটাফ’ নামক ওষুধ বেশ কার্যকরী। এ ছাড়া শীতে ছত্রাকের প্রকোপও বেড়ে যায়। ছত্রাকের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে গাছে ‘ম্যানসার’ নামক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন।

বি দ্রঃ অনেকে মনে করেন, শীতকালে গাছের প্রয়োজন উষ্ণ জল। কিন্তু এটি একদমই ভুল ধারণা। বিশেষজ্ঞরা গাছের জন্য সব সময় ঘরের তাপমাত্রার জল ব্যবহারের পরামর্শ দেন। বেশি গরম বা ঠান্ডা জল গাছের ক্ষতি করতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে।

About Author
Adwitiya Magazie
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts