Spread the love

সাদা মানে শুভ্রতা, সাদা মানে আভিজাত্য, সাদা মানে দূরের ওই সুবিশাল আকাশ। সাদা রঙকে বলা হয় শান্তির প্রতীক। সাদা রঙের পোশাক গরমের দিনে সবচেয়ে আরামদায়ক, এটা সবাই জানেন। সাদা রঙের পোশাকে সব বয়সের মানুষকেই দারুন ভালো মানায়। তবে, এই প্রিয় সাদা শাড়ি হোক বা স্কুল ইউনিফর্ম বা ফর্মাল শার্ট, সাদা পোশাককে ধপধপে সাদা রাখতে কিন্তু একটু বেশি এফর্ট দিতেই হবে। ওয়র্ডরোবের সাদা সদস্যদের যত্নের জন্য রইল কিছু প্রয়োজনী টিপস্‌।

  • গরম জলে ধুতে হবেঃ সাদা কাপড় সবসময় ধোবেন সহনীয় তাপমাত্রার গরম জলে। গরম জল কাপড় থেকে ময়লাকে আলগা করে ফেলে এবং সহজেই কাপড় পরিষ্কার হয়ে যায়। তাই গরম জলে সাদা কাপড় ধুয়ে নিলে আপনার প্রিয় সাদা জামাটা হয়ে উঠবে আরও উজ্জ্বল ও পরিষ্কার। যেহেতু সাদা পোশাকের রং ফেড হওয়ার ভয় থাকে না, তাই এতে নির্দ্বিধায় গরম জল ব্যবহার করা যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই জল সহনীয় তাপমাত্রার হতে হবে, কারন অনেক কাপড়ই বেশি গরম জলের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে। 
  • ব্যবহার করুন লেবুর রসঃ সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রসের কিন্তু জুড়ি নেই। সাদাকে আরও সাদা ও উজ্জ্বল করে তুলতে কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে ১/২ কাপ লেবুর রস মিশিয়ে দিন। এরপর সেই জলে কাপড় ভিজিয়ে রাখুন। কাপ়ড়ের উজ্জ্বলতায় তফাৎ আপনার চোখে পড়বেই।
  • সাদা পোশাক আলাদা ধুতে হবেঃ সাদা পোশাক অন্য রংয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে ধোবেন না একেবারেই। অন্য রংয়ের, বিশেষ করে উজ্জ্বল রংয়ের পোশাক থেকে রং উঠে সাদা কাপড়ে একবার লেগে গেলে সেই রংয়ের দাগ ওঠানো কিন্তু সহজ হবে না। তাছাড়া অন্য রংয়ের পোশাকের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের উজ্জ্বলতাও কমে যায়।
  • আলাদা ভাবে দাগ উঠিয়ে নিতে হবেঃ সাদা কাপড়ে দাগ লাগলে কাচার আগেই সেই দাগ ভাল করে তুলে নিন। কাপড়ের যেখানটায় দাগ লেগেছে সেখানটায় বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটা টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ। দাগ ওঠানোর জন্য পুরো কাপড়টাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং কাপড় দুর্বলও হয়ে যায়।
  • কড়া রোদে শুকোতে দিনঃ সাদা কাপড় সব সময় কড়া রোদেই শুকোতে দিন। কড়া রোদে শুকোলে সাদা কাপড়ের হলদে ভাব দূর হয়ে যায়।
  • একের বেশি সাদা ইউনিফর্ম রাখুনঃ স্কুল বা কলেজের পোশাক যদি সাদা হয় তাহলে তো সেটা নিয়মিত পরিষ্কার রাখতেই হবে। বাচ্চারা খুব তাড়াতাড়ি সাদা জামা ময়লা করে ফেলে। তাই তাদের দুই সেট পোশাকের ব্যবস্থা রাখলে একদিন পর-পর ইউনিফর্ম ধুলেই হবে।
  • নীল ব্যবহারে সতর্ক থাকুনঃ সাদা পোশাকে নীল ব্যবহারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। তরল বা গুঁড়ো, যে ধরনের নীলই ব্যবহার করুন না কেনো, খেয়াল রাখুন তা ভালভাবে জলে মিশেছে কিনা। না হলে সাদা কাপড়ে নীলের ছোপ-ছোপ দাগ লেগে সেটার বারোটা বেজে যাবে।
  • সাবধানে করুন ইস্ত্রিঃ সাদা কাপড় ইস্ত্রি করার সময়, উপরে একটা পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভাল। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগ করে ইস্ত্রির করার ফলে সাদা কাপড়ে হলদেটে ভাব দেখা দিতে পারে।
About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts