উৎসব প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর উৎসবের এই সময়গুলোই আপনার বাড়িকে গ্ল্যামার এবং ঝকঝকে ছোঁয়া দেওয়ার উপযুক্ত সময়। জমকালো আর চটকদার ছোঁয়ায় রূপান্তরিত করতে পারলে আপনার পরিবার ও আগত অতিথিদের উৎসব উদযাপন হয়ে উঠবে আড়ম্বরপূর্ণ।
- বাড়ির সজ্জায় এস্থেটিক স্পর্শ যোগ করুন
উৎসবগুলি তাদের নিজস্ব একটি নান্দনিক সুর নিয়ে আসে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে খুঁটিনাটির মধ্যে। যেমন, রান্নাঘরের সম্পূর্ণ ডাইনিং মেকওভারের জন্য উজ্জ্বল রঙের টেবিলক্লথ বিছিয়ে দিন। বৈঠক ঘর সাজাতে পূর্ব-প্রিয় এন্টিক কাঠের শোপিস, ঐতিহ্যবাহী ওয়াল আর্ট, মোটিফ-প্যাটার্নযুক্ত থ্রো পিলোস, উজ্জ্বল রঙের গৃহসজ্জার সামগ্রী, হাতে বোনা কার্পেট এগুলি রাখতে পারেন। দামি সিল্ক বা উল দিয়ে এবং ইক্কত ও শিবোরির মতো ডিজাইন দিয়ে তৈরি গৃহসজ্জার সামগ্রী, পর্দা, কার্পেট এবং বিছানার চাদর ব্যবহার করুন।
- রঙের খেলায় নতুনত্ব আনুন
লিভিং রুমে অত্যাধুনিক অথচ আকর্ষণীয় রঙ যেমন- মভ, বেইজ বা গাঢ় বাদামী রঙের স্পর্শ রাখুন। প্যাস্টেল রঙগুলি বাড়ির সজ্জাকে ইউনিক করে তোলে। পাউডার ব্লু, মিন্ট গ্রীন বা পীচের শেডগুলিও ব্যবহার করতে পারেন। ব্লাশ, টিল ও লিলাকের মতো শেডগুলি একটি মৃদু অথচ সৌখিন পরিবেশ তৈরি করে। দেওয়ালের ফিনিশিংগুলিতে ভিভিড ফরেস্ট থেকে ইন্সপায়ার রঙ এবং মোটিফ ঘরের সাজসজ্জাতে আরও সতেজতা যোগ করে।
- ফুল দিয়ে সজ্জা
একটি ফুলের ব্যাকড্রপ দিয়ে শুরু করুন যা বাড়ির রঙের থিমের সঙ্গে মানানসই। পিতলের পাত্রে ফ্রেশ ফুল আর মোমবাতি দিয়ে সাজান। ঘরের দরজায় ফ্লাওয়ার চেন ঝুলিয়ে দিতে পারেন। এছাড়া আর্টিফিশিয়াল লতাগুল্ম, পাতা ও এই জাতীয় অন্যান্য উপাদান রয়েছে, যা বাড়ির অভ্যন্তরে আথিয়ারিয়াল সৌন্দর্য এনে দেয়।
- সুগন্ধে ভরিয়ে তুলুন ঘর
বিভিন্ন সুগন্ধি ধূপ, যেমন- চন্দন, জুঁই বা অন্যান্য আর সদ্য তোলা ফুল বাড়িতে রাখলেও এর প্রভাবে একটা চার্মিং পরিবেশ হয়। তাজা ফুল, সুবাস ডিফিউজার, উরুলি এবং সুগন্ধি মোমবাতিগুলির সংমিশ্রণও ঘরে একটি আনন্দদায়ক সুবাস যোগ করে সজ্জাকে বাড়িয়ে তোলে।
- আপনার হস্তশিল্পের আইটেমগুলি দিয়ে সাজান
নিজের আঁকা ছবি দিয়েও সাজাতে পারেন ঘর। আগেকার দিনে মা–ঠাকুমারা সেলাই করে বিভিন্ন আসন, টেবিল ক্লথ ইত্যাদি বানাতেন। পুরনো ট্রাঙ্ক খুঁজলে কয়েকটা হয়তো পেয়েও যেতে পারেন। সেগুলির যেটুকু এখনও ভাল আছে সেগুলোকে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে লাগাতে পারেন। ঐতিহ্যও বেঁচে রইল, আবার ঘরও সুন্দর হল। এ ছাড়া বিভিন্ন আর্ট ওয়ার্ক আছে, যা দিয়ে আপনি ঘর সাজাতে পারেন সুন্দর করে।
এভাবেই পুজোর আগে আপনার ঘর হয়ে উঠুক চেনার মধ্যেও অচেনা। আপনার রুচির ছোঁয়ায় নতুনত্ব আসুক পুরোনো ঘরেই।