দিনদিন অনলাইনে খবর পড়ার হিড়িক বাড়লেও, এমন অনেক বাড়ি আছে যেখানে এখনও খবরের কাগজ আসে। প্রতিদিনের পড়া হয়ে গেলে, একসঙ্গে জমিয়ে বিক্রি করে দেন অনেকেই। তবে খবরের কাজ কিন্তু অনেক কাজে লাগে। সেরকমই আজ খবরের কাগজ দিয়ে অর্গানাইজার বানাতে শিখব।
উপকরণঃ
খবরের কাগজ
তুলি
আঠা
কাঁচি
কার্ডবোর্ড
মোটা সুতো।
পদ্ধতিঃ
প্রথমেএকটা পুরোনো খবরের কাগজ নিয়ে লম্বা করে ছোট ছোট পিসেস্-এ কেটে নিতে হবে। প্রত্যেকটা পিস একে একে নিয়ে তুলির গায়ে জড়িয়ে রোল করে শেষভাগে আঠা দিয়ে চিটিয়ে দিন। একটা নির্দিষ্ট মাপে কাগজের রোল গুলো কেটে সাইজ করে নিন। একটা বোর্ডের উপর পাশাপাশি মোটা সুতোর ৭-৮ টা টুকরো নিয়ে টানটান করে আঠা দিয়ে লাগিয়ে নিন। তার উপর কাগজের রোলগুলো পাশাপাশি বসিয়ে দিন। শুকিয়ে গেলে তুলে নিন। কার্ডবোর্ডটা ৩ ইঞ্চি * ৪ ইঞ্চি মাপ করে দুটি টুকরো কেটে নিয়ে প্রত্যেকটার এক সাইড মন্দিরের চূড়ার মত গোল করে কাটুন। এবার সুতোর সঙ্গে আটকানো রোল কাগজটিকে রেখে তার উপর দুটো কার্ডবোর্ডকে দুই সাইড থেকে আঠা দিয়ে চিটিয়ে দিন। মন্দিরের চূড়ার মত দিকটায় একটা বোতাম সেট করে দিন। তৈরি আপনার খবরের কাগজের অর্গানাইজার।