Spread the love

বর্ষার পাহাড় অনবদ্য সুন্দর। ভাবুন তো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আপনি বসে আছেন কোনও পাহাড়ের ওপর। সামনে দেখা যাচ্ছে ভ্যালি। ঝাপসা হয়ে আসছে চোখ। কিন্তু বর্ষায় পাহাড়ে যাওয়ার প্ল্যানটা একটু ভেবেচিন্তে করলেই আপনাকে অসুবিধায় পড়তে হবেনা আর। একবার দেখে নিন সঙ্গে কী কী নেওয়া মাস্ট।

পোশাক:

জলনিরোধক জ্যাকেট বা রেইনকোট: হঠাৎ বৃষ্টির সময় শুকনো থাকতে।

ওয়াটারপ্রুফ প্যান্ট: যদি ভারী বৃষ্টির আশঙ্কা থাকে বা বাইক ট্রিপ হয়, অবশ্যই সঙ্গে রাখুন।

গরম জামা: পাহাড়ে ওয়েদার ঠান্ডা হতে পারে, তাই সোয়েটার, হুডি বা থার্মাল প্যাক করুন।

দ্রুত শুকোয় এমন পোশাক: ভেজা থাকা এড়াতে দ্রুত শুকিয়ে যায় এমন হালকা জামা-কাপড় বেছে নিন।

আরামদায়ক হাঁটার জুতো: বিশেষত জলনিরোধক এবং ভালো গ্রিপসহ।

গাম্বুট: বেশি গাছ-পালা আছে এমন জায়গায় জোঁক থেকে বাঁচার জন্য প্রয়োজন।

অতিরিক্ত মোজা: ভেজা পায়ে অস্বস্তি হতে পারে, তাই অতিরিক্ত জোড়া রাখুন।

টুপি এবং গ্লাভস: বিশেষত বেশি উচ্চতায় গেলে কাজে আসবে।

গিয়ার:

ছাতা: পাহাড়ে গেলে বড় ছাতা সঙ্গে রাখার চেষ্টা করবেন।

রেইন-কভারসহ ব্যাকপ্যাক: আপনার জিনিসপত্র ভিজে যাওয়া থেকে রক্ষা করতে।

শুকনো ব্যাগ: ইলেকট্রনিক্স ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভিজে যাওয়া থেকে বাঁচাতে।

স্বাস্থ্য এবং নিরাপত্তা:

ফার্স্ট এইড কিট: বেসিক কিছু ওষুধ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক এবং যেকোনো ব্যক্তিগত ওষুধ সঙ্গে রাখুন।

ইনসেক্ট রিপেলেন্ট: মশা এবং অন্যান্য পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য।

সানস্ক্রিন: বিশেষ করে পাহাড়ে UV রশ্মি শক্তিশালী হয়, এমনকি বর্ষাতেও, তাই সানস্ক্রিন সঙ্গে রাখা মাস্ট।

হ্যান্ড স্যানিটাইজার: হাইজিন মেইনটেন করার জন্য।

নুন: জোঁক থাকতে পারে। কোনোভাবে গায়ে লেগে গেলে ছাড়ানোর জন্য কাজে আসবে।

ইলেকট্রনিক্স এবং প্রয়োজনীয় জিনিস:

পাওয়ার ব্যাঙ্ক: ইলেক্ট্রিক ডিভাইসগুলো চার্জ করার জন্য প্রয়োজন।

টর্চ: কারেন্ট না থাকলে বা সন্ধ্যেবেলায় হাঁটার জন্য কাজে লাগবে।

মানচিত্র বা একটি নেভিগেশন অ্যাপ: ডাউনলোড করে নিয়ে যাওয়াই ভালো। প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক ভালোভাবে কাজ করে না।

খাবার এবং জল:

স্ন্যাকস এবং এনার্জি বার: দীর্ঘ ট্রেক বা খাবারের বিকল্প সীমিত হলে কাজে আসবে।

রি-ইউসেবল্‌ জলের বোতল: হাইড্রেটেড থাকুন; একটি ইন-বিল্ট ফিল্টা্রসহ একটি বোতল বেছে নিন।

বিবিধ:

ব্যক্তিগত পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজ-পত্র : সবসময় নিরাপদ এবং শুকনো রাখুন।

দূরবীণ: পাখি দেখা বা দূরের দৃশ্য উপভোগ করার জন্য। ট্রাভেল ইনস্যুরেন্স: বিশেষ করে অ্যাডভেঞ্চার  বা প্রত্যন্ত অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।

এই আইটেমগুলো সঙ্গে থাকলে বর্ষায় পাহাড়ে গেলেও আপনাকে খুব একটা অসুবিধায় পড়তে হবে না। বেড়ানোটা মন দিয়ে উপভোগ করতে পারবেন। তাহলে কী ঠিক করলেন, বর্ষায় পাহাড়ে যাচ্ছেন তো?

Related Posts