স্মোকি আই মেক-আপ। বরাবর বেশ ট্রেন্ডি। বিশেষ করে রাতের সাজে। কিন্তু এখন আর কী-বা দিন, কীই-বা রাত! এখন বাড়ির বাইরে বেরনো মানে নিজে যেচে অসুখকে আহ্বান জানানো। বাইরে নাহয় বেরলেন না, তবে এইবেলা হাতে যখন সময় আছেই, তখন নিজের মেক-আপ স্কিলটা আর-একটু ঘষে-মেজে নিজে আপত্তি কোথায়? স্মোকি আই কিন্তু বেসিক মেক-আপ স্কিলের মধ্যেই পড়ে। তবে এবার একটু অন্যরকম স্মোকি আই ট্রাই করুন। বিষয়টা একই থাকবে, শুধু বাড়বে ব্রাইনটেস কোশেন্ট। হিসেব মেলাতে অসুবিধা হচ্ছে কি? চলুন, সহজ করে দিচ্ছি।
১. প্রথমে ডার্ক শ্যাডো দিয়েই শুরু করুন। ডার্ক ব্রাউন বা ব্ল্যাক দিয়ে আইলিড ভরে নিন।
২. ভালভাবে ব্লেন্ড করুন, স্পেশ্যালি ক্রিজ় এরিয়াতে। একটা ট্রানজ়িশন ক্রিয়েট করা জরুরি।
৩. এবার পছন্দের ব্রাইট শেড নিয়ে চোখের মাঝে প্লেস করুন। ব্লেন্ড হবে শুধু ক্রিজ়ে।
৪. ইন্টেনসিটি পছন্দ হলে মাসকারা পরে নিন। লুক কমপ্লিট!
স্মোকি মেক-আপে ব্রাইট রং ব্যবহার করলে খুব বেশি ব্লেন্ড করবেন না। শুধু ক্রিজ়টুকু ব্লেন্ড করুন। নাহলে রঙের ব্রাইটনেস হারিয়ে যাবে।