Spread the love

মোবাইল ফোন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত গ্যাজেটগুলির মধ্যে একটি। একজন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই আজকাল মোবাইল ফোন ব্যবহার করে। হাতের কাছে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আপনার অতি প্রয়োজনীয় এই গ্যাজেটটির জন্য প্রয়োজনীয় কিছু বানানো যায়, সেরকমই একটি আইডিয়া শেয়ার করলাম।

আইসক্রিমের কাঠি দিয়ে পেন ও মোবাইল হোল্ডার

প্রয়োজনীয় জিনিসঃ

  • আইসক্রিম কাঠি
  • আঠা
  • কার্ডবোর্ড
  • আর্ট পেপার
  • সাজানোর জন্য পুঁথি বা অন্য কিছু (ইচ্ছেমতো)

পদ্ধতিঃ

  • প্রথমে নিচের পোর্শানটা তৈরি করার জন্য কার্ডবোর্ডটি সাইজ মতো নিয়ে তার উপরে আঠা লাগিয়ে আইসক্রিমের স্টিকগুলো পাশাপাশি বসিয়ে নিতে হবে।  
  • আরও কিছু আইসক্রিমের স্টিক নিয়ে আর্ট পেপারের উপর আঠা দিয়ে পাশাপাশি বসিয়ে দিতে হবে। শুকিয়ে গেলে স্টিক লাগানো দিকটা বাইরের দিকে করে রাউন্ড করে নিলেই তৈরি পেন হোল্ডার।
  • মোবাইল হোল্ডারের জন্য প্রথমে আইসক্রিমের ৩ টি স্টিক নিয়ে আঠা দিয়ে জয়েন্ট করে একটা বক্সের মতো করবে, একটা দিক ফাঁকা রেখে। এরপর ওই ৩ টি স্টিকের প্রত্যেকটির উপর বেশকিছু স্টিক পরপর আঠা দিয়ে লাগিয়ে নিন। মোবাইল রাখার মতো একটা ডেপথ্‌ তৈরি হয়ে গেলে উপর থেকে ২ থেকে ৩ টি স্টিক আড়াআড়িভাবে আঠা দিয়ে লাগিয়ে দিন। মোবাইল হোল্ডার রেডি।
  • এবার প্রথমেই কার্ডবোর্ড দিয়ে বানিয়ে রাখা নিচের পোর্শানটার উপর পাশাপাশি পেন হোল্ডার এবং মোবাইল হোল্ডারটি আঠা দিয়ে মনের মতো করে লাগিয়ে নিন।

Related Posts