Spread the love

অয়েলি স্কিন যাদের, তারা অনেকেই মেক আপ করতে গিয়ে একটা কমন সমস্যায় পড়েন সেটা হচ্ছে ঠিকঠাক প্রোডাক্ট বেছে না নিতে পারার জন্য অনেকেরই মেক আপ করার পর দেখা যায় স্কিনে বিভিন্ন অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে অথবা মেক আপ করার কিছুক্ষণ পরেই মুখ ভীষণ তেলতেলে হয়ে যাচ্ছে।

ব্রণ বা ফুসকুরি থাকলে অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করাই ভাল। না হলে ব্রণ বেড়ে যেতে পারে। আসলে তৈলাক্ত ত্বকে ব্রণ আর ফুসকুরির সমস্যা প্রায়ই দেখা যায়। মুখের অয়েল গ্ল্যান্ড ওভার-অ্যাক্টিভ বলে এমন হয়। অয়েল ফ্রি ময়েশ্চারাইজ়ার অয়েলি স্কিনের জন্য একদম সঠিক। এতে ত্বকের শুষ্কতা দূর হয় আবার মুখ তেলতেলও করে না। ফলে ব্রণ নিয়ন্ত্রণে থাকে। অয়েল ফ্রি ময়েশ্চারাইজ়ারের মতোই কিন্তু এখন অয়েল ফ্রি ফাউন্ডেশন পাওয়া যায়। সেগুলো লাগালে ব্রণ বা ফুসকুরি বাড়বে না।

আর প্রোডাক্ট বাছারও একটা ছোট্ট ট্রিক আছে। এখন তো সব মলেই বিভিন্ন দোকানে স্কিন কেয়ার কাউন্টার থাকে। সেখানে গিয়ে অয়েল ফ্রি ফাউন্ডেশন বললেই দিয়ে দেবে। আর আপনাকে স্যুট করে কি না জানার জন্য থুতনি বা কনুইতে স্পট টেস্ট করে নিন। মানে এক ফোঁটা ফাউন্ডেশন নিয়ে থুতনি বা কনুইতে লাগান। ভাল করে মেশান। সাদা সাদা দেখালে, ওই প্রোডাক্ট আপনার জন্য নয়। আর যদি ভালভাবে ব্লেন্ড করে যায়, তা হলে বুঝবেন প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য সঠিক চয়েস। এভাবেই ট্রায়াল অ্যান্ড এরর মেথডে নিজের ত্বকের জন্য রাইট শেড অ্যান্ড প্রোডাক্ট চিনে নিন। 

About Author
Adwitiya Magazie
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts