Spread the love

পুজোর আগে আমরা কতরকম ভাবেই নিজেদের গ্রুমিং করি। তার মধ্যে হেয়ার কাট একটা। পার্লারে বা স্যালনে চুল কাটাতে গিয়ে আমরা ওনাদের বলি যে, আপনাদের পছন্দমতো হেয়ার কাট করে দিন। কিন্তু এবার থেকে সেটা আর বলবেন না। নিজেকে কোন হেয়ার কাটে মানাবে সেই ডিসিশন এখন থেকে আপনি নিজেই নেবেন। কিন্তু কোন হেয়ার কাট আপনাকে স্যুট করবে বুঝতে পারছেন না তো? দেখে নিন, কীভাবে বাছাই করবেন আপনার চুলের কাট।

  • ওভাল শেপ

এই শেপের মুখে সব থেকে বেশি মানায় স্ট্রেট ব্যাঙ্কস্‌ কাট। তবে যাদের স্ট্রেট চুল তাদের বেশি মানায় এটা। চুল ছোট রাখতে চাইলে এই শেপে এখন বব কাট বেশ চলছে। চুল কোঁকড়া হলে আর বড় রাখতে চাইলে লং-লেয়ার বা ভি কাট দিতে পারেন।

  • স্কয়ার শেপ

চুল ছোট করতে চাইলে শর্ট-লেয়ার-বব কাট-এর সঙ্গে সাইড ব্যাঙ্কস করে ফেলুন। মাঝারী চুলের জন্য সোল্ডার-লেন্থ-লেয়ার কাট উইদ সাইড ব্যাঙ্কস কাট দিন। এটা আপনার জ-লাইনকে ঢেকে দিতে সাহায্য করবে। লম্বা চুলের জন্য সামনের দিকে চুল এমনভাবে কাটুন, যাতে চুল আপনার চিকবোন পর্যন্ত থাকে।

  • রাউন্ড শেপ

গোল মুখের জন্য লম্বা চুল সব থেকে বেশি মানায়। সামনে বেশি ছোট করে চুল কাটবেন না, এতে মুখ ছোট আর বেশি গোল দেখায়। সাইড-সোয়েপ্ট লং হেয়ার কাট সব থেকে ভালো গোল মুখের জন্য। মিডিয়াম লেন্থ চুল রাখতে থুতনির নিচ থেকে লেয়ার কাট করতে পারেন। এতে মুখ লম্বা দেখাবে। তবে কোঁকড়া চুলে এটা বেশি ভালো লাগবে।

  • হার্ট শেপ

এই শেপটি সব থেকে টিপিকাল। এই শেপের মুখে কপাল বড় আর থুতনি সূঁচালো দেখায়। তাই এমন সব কাট দিন, যাতে আপনার চোখের দিকে ফোকাস বেশি থাকে। ছোট চুলের জন্য পিক্সি কাট দিন। আর মাঝারী চুলের জন্য কলারবোন-লেন্থ বা সোল্ডার-লেন্থকাট দিন। এই শেপের মুখের সঙ্গে চুল বড় রাখতে চাইলে সামনের দিকে সোয়াপিং-ব্যাঙ্কস, ইউনিফর্ম-লেয়ার বা ফুল-ব্যাঙ্কস বেশ কাট দিতে পারেন। এতে আপনার সূঁচালো থুতনি বা বড় কপালের বদলে, চোখে বেশি আকর্ষণ পরবে।

হেয়ার কাট ঠিকঠাক না হলে নিজেকে দেখতে ভালো লাগে না। আর নিজেকে দেখতে ভালো না লাগলে মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু আজকের পর থেকে এসব অতীত। চিন্তা না করে, আপনি নিজেই বেছে নিতে পারবেন আপনার উপযুক্ত হেয়ার কাট।  

About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts