জয়নাল আবেদিন
আমার যা কিছু কাজ পড়ে থাক
খোলা আকাশের মতো
আমি পাথর হয়ে ঘুমিয়ে থাকি ।
আমার যা কিছু কথা ভেতরে ভেতরে
চঞ্চল হয়ে উঠুক
আমার নিজের ঘরের জানলার কাচে
হিম জমুক।
ফাঁকা মাঠে শীতল বাতাস খেলা করুক
আমার গায়ে যেন না লাগে
আমার আর কোনো উৎসব নেই
বাজনার তালে তালে নাচবার ফুরসত নেই উৎসব-উৎসুক চাষি আমার মাঠের ধান কেটে
নিয়ে যাক ।