ঘরে অনেক পুরোনো জিনিস জমে গেছে? প্রতিদিন ভাবছেন টান মেরে ফেলে দিই? কিন্তু, মায়া কাটছে না বলে ফেলতে পারছেন না, তাই তো? ফেলবেন না, রেখে দিন। ঘরে বসে, ঘরের সব পুরোনো বা ওয়েস্ট জিনিসগুলোকে বুদ্ধি করে খুব সহজে যদি নতুন করা যায় বা রি-ইউজ ক’রে একটা সুন্দর জিনিস বানানো যায়, তাহলে কেমন হয়?
বোতল দিয়ে পেন হোল্ডার।
উপাদানঃ ইউজ এন্ড থ্রো প্লাস্টিক বোতল, পছন্দ মতো অ্যাক্রিলিক রঙ, পেন নাইফ, আর্ট পেপার, তুলি, কাচিঁ, আঠা।
পদ্ধতিঃ একটা ইউজ এন্ড থ্রো প্লাস্টিকের বোতল নিন। চওড়া দিক বরাবর মিডিল থেকে এক আঙুল মতো উপরে পেন নাইফের সাহায্যে কেটে বোতলটা দু’টুকরো করুন। বোতলের নিচের অংশটা পেন হোল্ডার বানানোর জন্য ব্যবহার করুন। সাইজ বুঝে আর্ট পেপার কেটে নিয়ে বোতলের গায়ে আঠা দিয়ে চিটিয়ে দিন। মোটামুটি শুকিয়ে এলে একটি রঙ নিয়ে তুলির সাহায্যে বোতলের গায়ে ইচ্ছেমতো ডিজাইন করে দিন। ব্যাস তৈরি আপনার পেন হোল্ডার। আপনার বা আপনার বাচ্চার পড়ার ঘরের টেবিলের ডানদিকের কোণে সাজিয়ে রাখুন।
পুরোনো জিনিস ফেলতেও হলো না এবং অবসরে বাড়লো আপনার ক্রিয়েটিভিটি। তার উপর এটাকে যদি আপনি করতে পারেন আপনার আয়ের মাধ্যম, তাহলে তো আর কোনও কথাই নেই।