Spread the love

এখন আবহাওয়াটা বেশ অদ্ভুত। এই বৃষ্টি তো এই চিটচিটে গরম। এই আবহাওয়ায় আদরের পোষ্যকে সুস্থ রাখতে চাই বাড়তি যত্ন ও সতর্কতা।

থাকার জায়গা

বিড়াল, কুকুরের ক্ষেত্রে বাড়ির সবচেয়ে ঠান্ডা জায়গাটা দেওয়ার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে আরও ভালো। তবে সরাসরি রোদ পড়ে, এমন জায়গায় রাখা যাবে না। বাতাস চলাচলের জন্য জানালা খোলা রাখতে পারেন। জানালায় অবশ্যই নেট থাকতে হবে। নইলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাখির ক্ষেত্রে খাঁচার ভেতরে একটা বাটিতে জল অথবা খাঁচার ওপর একটা কাপড় ভিজিয়ে দিয়ে রাখতে পারেন। সে ক্ষেত্রে খাঁচার ভেতরটা ঠান্ডা থাকবে।

খাবার ও জল

এ সময় পোষা প্রাণীর খাবারের রুচি অনেকটাই কমে যায়। রুচি ফেরাতে দৈনন্দিন খাবারের পাশাপাশি ১ থেকে ২ চামচ টক দই দেওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের সবজি যেমন মিষ্টিকুমড়ো, পেঁপে, গাজর ইত্যাদি সেদ্ধ করেও পোষা প্রাণীকে দিতে পারেন। তবে টিনজাত খাবার এবং সব ধরনের শুকনো খাবার এড়িয়ে চলাই ভালো। পোষা প্রাণীর জলের বাটি দু-ঘণ্টা পরপর বদলে দেওয়া উচিত।

About Author
Adwitiya Magazie
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts