Spread the love

ওয়ার্ড্রোবে রাখুন শুধু একটাই সাদা শার্ট। আর সেই শার্ট বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পরতে পারেন। শুধু কীভাবে পরছেন তার ওপর নির্ভর করে।

একটু লং লেন্থের শার্ট নিন, অফিসে পরার জন্য ইন করে পরতে পারেন ব্ল্যাক, বেইজ, নেভি ব্লু বা অলিভ রঙের ট্রাউজারের সঙ্গে।

এবার যদি বিচে পরবেন মনে করেন, তাহলে কোনো ভাইব্রেন্ট কালারের ক্রপ-টপের ওপরে শ্রাগ হিসাবে পরতে পারেন, বটম ওয়্যার হিসাবে থাকতে পারে ডেনিম শর্টস।

যদি বন্ধুদের সঙ্গে পার্টিতে পরতে চান, তাহলে জিন্সের সঙ্গে পরুন, সামনের একটা দিক ইন করে নিলেই হবে।

ব্যাস! একটাই শার্ট ৩ রকম ভাবে তিনটে আলাদা জায়গায় পরে যেতেই পারেন।