সোম থেকে শনি অফিসের চাকা গোল গোল ঘোরে। যাব যাব করেও উইকেন্ডে বেরিয়ে পড়তে পারছেন না তো! দেখুন, একমাত্র ‘হ য ব র ল’-এর গেছোদাদার পক্ষেই সওয়া ঘণ্টায় কলকাতা, ডায়মন্ড-হারবার, রানাঘাট হয়ে সিধে রাস্তায় তিব্বত পৌঁছানো সম্ভব। কমপক্ষে দুদিনের ছুটি না পেলে উইকএন্ড ট্রিপ প্ল্যান করাটা একটু মুশকিলের। কিন্তু যদি বলি এক দিনই কাফি হ্যায় এক ট্রিপ কে লিয়ে, বিশ্বাস হবে? আলাদা করে ছুটি নিতে হবে না, কোনও টিকিটও কাটার প্রয়োজন পড়বে না, এমনকি বুক করতে হবে না কোনও গাড়ি। চাইলেই আপনার দু-চাকার বাহনটিতে চেপে অনায়াসে আপনি চলে যেতে পারেন সমুদ্রে। এই রইল আপনার একদিনের ছুটির প্ল্যান।
কোথায় যাবেন?
দীঘা তো বটেই, এমনকি মন্দারমণিও আর সেভাবে অফবিট লোকেশন নয়। সবসময়ই ভীড় লেগে থাকে। সারা সপ্তাহের কাজ সামলে আমরা একটু নিরিবিলি খুঁজি, একটুখানি এমন ছুটি, যা পরবর্তী আরো কয়েক সপ্তাহের মনের রসদ যোগাবে। আপনি যেতে পারেন তাজপুর সমুদ্র সৈকতে। যতদূর চোখ চলে যায়, নরম ভিজে বালিতে আছড়ে পড়ছে ঢেউ।
কী খাবেন?
বিচের সামনে সারি সারি শ্যাক; মানে কাঠের সিঁড়ির ওপরে অস্থায়ী রেস্তোরাঁ। তাতে পাওয়া যাবে স্থানীয় খাবার। প্রত্যেকটি পদই সুস্বাদু কিন্তু সামনে দিগন্ত রেখায় সমুদ্র মিশছে এইরকম একটা দৃশ্যের সামনে সমস্ত খাবারের স্বাদই বহুগুণ বেড়ে যাবে। মিলবে চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট, ইলিশ, চিকেন সবই। রান্না করা ১ প্লেট চিংড়ি ৩০০ টাকা (১০টা), কাঁকড়া ৫০০ টাকা (২ পিস), পমফ্রেট ১৬০ টাকা পিস, ৬০০ টাকা কেজি পোল্ট্রি চিকেন এবং ৮০০ টাকা কেজি দেশি মুরগি। পছন্দমতো পানীয়ও পেয়ে যেতে পারেন। এছাড়াও যেখানে থাকবেন তার প্রায় সব জায়গাতেই আগে থেকে বলে রাখলেই খাবার পাবেন।
কীভাবে যাবেন?
কলকাতা (ধর্মতলা থেকে ১৭২ কিমি) তাজপুর যেতে সময় লাগবে ৫-৬ ঘন্টার মতো। রবিবার দিন খুব ভোরবেলায় বেরিয়ে পড়ুন। দ্বিতীয় হুগলী সেতু ধরে সাঁতরাগাছি হয়ে NH16 ধরে কোলাঘাট। এখানে একটু ব্রেক নিন, এখনও তারপর বাঁদিকে NH116 ধরে নন্দকুমার, এখান থেকে থার্ড এক্সিট নিয়ে NH116B ধরে কাঁথি বাসস্ট্যান্ড, এখান থেকে ডানদিকের রাস্তা ধরে NH116B ধরেই এগোতে থাকুন। চাউলখোলাকে বাঁদিকে রেখে এগিয়ে যান বালিসাই পর্যন্ত, তারপর ওখান থেকে বাঁদিকে আলমপুর ফিশারির রাস্তা ধরে এগোলেই সোজা তাজপুর সি বিচ।
কোথায় থাকবেন?
- Swastik Resort (বিচ থেকে ৩০ মিটার দূরে)
Makemytrip বা Goibibo থেকে বুক করতে পারবেন। ঘর ভালো। নিরামিষ খাবারেরও ভালো অপশন আছে।
Phone Number: 090077-11114
- Lake View Village Resort ( বিচ থেকে ২০০ মিটার দূরে)
সুইমিং পুল, বাগান এবং নিজস্ব রেস্তোরাঁ আছে।
Email: [email protected]
Phone Number: +919732-576-068
- Shreyasi Hotel and Restaurant (বিচ থেকে 50 মিটার দূরে)
রিজনেবল প্রাইসে থাকা এবং খাওয়ার ব্যবস্থা যথেষ্ট ভালো। নিজস্ব রেস্তোরাঁ আছে। চাইলে বন্ধুরা মিলে একসঙ্গেও থাকার ব্যবস্থাও রয়েছে।
Website: http://www.resortshreyasi.com
Email: [email protected]
Phone Number: 08348697435
- Marigold Resort (বিচ থেকে ২৫০ মিটার দূরে)
থাকার ব্যবস্থার পাশাপাশি সুইমিং পুল, বুফে এবং আ লা কার্টে ব্রেকফাস্ট অপশন রয়েছে।
Makemytrip, Booking.com বা Goibibo থেকে বুক করতে পারবেন।
- New Mouchak Hotel & Resort (বিচ থেকে ১০০ মিটার দূরে)
থাকার ব্যবস্থার পাশাপাশি সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে।
Phone Number: 099038 83988
Makemytrip, Booking.com বা Goibibo থেকে বুক করতে পারবেন।
কেন যাবেন?
বহুদিন যে কথা বলার ছুটি পাচ্ছেন না সাদাকালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, অন্তত সে কথা বলার জন্য একটা দিনের ছুটিতে যেতেই পারেন। শ্যাকে বসলে চোখ আটকাবে না কোথাও, সামনে কেবল নীল সমুদ্র ছুটে আসছে তটের কাছে, সাদা ফেনা ভেঙে গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ছে বালির বুকে। কথা ভুলে যেতেও পারেন সমুদ্রের শব্দ শুনতে শুনতে। আস্তে আস্তে সন্ধ্যের মেঘ নামবে সারা আকাশ জুড়ে, দিগন্ত রেখায় মিলে যাবে অন্ধকার। একটা একটা করে জ্বলে উঠবে শ্যাকের আলো। আলোয় কালোয় মিলে গোটা চরাচর জুড়ে তখন শুধুই মায়া। আরও ভালো হয় যদি পূর্ণিমা দেখে প্ল্যান করতে পারেন। এরপর দিন ভোরে মেরিন ড্রাইভের রাস্তা ধরে ফিরে আসতে পারেন কলকাতা অথবা বাকিটা আপনার ওপর…
1 Comment
Really Good 💯
Comments are closed.